এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বিষপানে অসুস্থ শিক্ষিকাদের দেখতে এসে রাজ্যকে প্রবল কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর

বিষপানে অসুস্থ শিক্ষিকাদের দেখতে এসে রাজ্যকে প্রবল কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল বিকাশ ভবনের সামনে এসএসকে, এমএসকে শিক্ষিকাদের বিক্ষোভ চলে। দূরে বদলি করে দেয়ার প্রতিবাদ জানিয়ে পুলিশের সামনে বিষপান করেন তাঁরা। বিষপানের সঙ্গে সঙ্গেই মুখ দিয়ে গাঁজলা বের হতে থাকে। এরপর তাদের দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আজ তাঁদের হাসপাতালে দেখতে গিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। সেখানে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য রাখলেন তিনি

আজ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার জানালেন যে, অসুস্থ শিক্ষিকাদের তিনি দেখতে এসেছিলেন। সুপারিনটেনডেন্ট এর সঙ্গে দেখা করেছেন তিনি। পুলিশ আধিকারিকরা রাস্তা আটকে দিয়েছিলেন। তিনি অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্রের অদ্ভুত পরিস্থিতি চলছে। ভারত সরকারের তিনি শিক্ষা প্রতিমন্ত্রী। আবার পেশায় তিনি একজন চিকিৎসক। তাঁর নিজের হাসপাতাল আছে। তাই সিসিইউতে কেমন ভাবে ঢুকতে হয়? তা তিনি জানেন। তা সত্বেও তাঁকে আটকানো হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি অভিযোগ করেছেন, শিক্ষক-শিক্ষিকারা যখন তাঁদের দাবি-দাওয়া তুলে ধরলেন তখন তাঁদের সঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রী কোন রকম আলোচনা করেননি। দিনের পর দিন সময় চাইলেও তাদেরকে সময় দেওয়া হয়নি। যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে দূরে বদলি করে দেয়া হচ্ছে। শিক্ষামন্ত্রীর কাছে তাঁর অনুরোধ, এই মুহূর্তে তিনি শিক্ষিকাদের দেখতে আসুন। তাহলে এখনো পর্যন্ত যে ভুলটা তিনি করেছেন, তা শুধরে নেওয়া সম্ভব হবে।

অন্যদিকে, আজ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ফেসবুক পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রীকে তিনি বলতে চান যে, বিকাশ ভবনের সামনে শিক্ষিকাদের আত্মহত্যার চেষ্টা সারা বাংলাকে লজ্জিত ও কলঙ্কিত করে দিয়েছে। এই বিষয়টি দেখার জন্য ও এর সমাধানের জন্য মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!