এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিশ পেরিয়ে একুশে এসে চব্বিশে পা দিয়ে ঘাসফুল শিবিরের শপথ – আগলি বার, ফির একবার মমতা সরকার

বিশ পেরিয়ে একুশে এসে চব্বিশে পা দিয়ে ঘাসফুল শিবিরের শপথ – আগলি বার, ফির একবার মমতা সরকার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেখতে দেখতে 24 বছরে পা দিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের কাছে 2021 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতা দখল করা এখন কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ঘাসফুল শিবিরের কাছে। অতীতে তৃণমূল কংগ্রেসের সাথে প্রধান লড়াই বামফ্রন্টের হলেও, এবার সেই লড়াইয়ের শত্রুপক্ষ আলাদা। এবারে ভারতীয় জনতা পার্টির সঙ্গে প্রধান লড়াই হবে ঘাসফুল শিবিরের বলে দাবি বিশেষজ্ঞদের। আর এই পরিস্থিতিতে 2021 সালে 24 তম জন্মদিনে তৃণমূলের নেতাকর্মীরা শপথ নিলেন যে, এই নতুন বছরে তাদের আবারও তৃতীয়বারের জন্য দলকে ক্ষমতায় বসাতে হবে।

স্বাভাবিকভাবেই 2021 সাল যে তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত চ্যালেঞ্জের বছর, তা বলার অপেক্ষা রাখে না। বহু লড়াই, আন্দোলন, সংগ্রামের পর বাংলার মাটিতে ক্ষমতা দখল করেছে ঘাসফুল শিবির। বিগত দিনে বাম শাসনের বিরুদ্ধে লড়াই করে 2011 সালে ক্ষমতা দখল করতে হয়েছে তাদের। তবে অনেকে আবার বলতে শুরু করেছেন, 2011 সালের প্রতিচ্ছবি দেখা যাবে 2021 সালের বিধানসভা নির্বাচনে। 2011 তে যেমন পরিবর্তন হয়েছিল, ঠিক তেমনই 2021 এ পরিবর্তনের পরিবর্তন হবে বলে দাবি করছে বিজেপি। স্বাভাবিকভাবেই তাদের এই দাবিকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল তৈরি হয়েছে। যদিও বা তৃণমূল কংগ্রেস তাকে গুরুত্ব দিতে নারাজ। তাদের বক্তব্য, এবার আবারও তাদের দল ক্ষমতায় আসবে এবং মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বস্তুত, তৃণমূলের কাছে 21 শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা। প্রতিবছর একুশে জুলাই শহীদ দিবস হিসেবে পালন করে তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার করোনা ভাইরাসের কারণে তা করা সম্ভব হয়নি। সেদিক থেকে 2021 সালের বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের কাছে এবার ঐতিহাসিক হয়ে উঠতে পারে বলে দাবি করা হচ্ছে। বিরোধীদের বক্তব্য, হ্যাঁ, অবশ্যই এই নির্বাচন তৃণমুল কংগ্রেসের কাছে ইতিহাস হয়ে যাবে। কারণ এই নির্বাচনের পর তৃণমূল বলে আর কিছু থাকবে না। যদিও বা শাসক দলের পক্ষ থেকে পাল্টা দাবি করা হচ্ছে, এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস অত্যন্ত ভালো ফল করবে। আর বিরোধীরা মুখ থুবরে পড়বে। তাই এই বছর অবশ্যই ইতিহাসে লেখা থাকবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে তৃণমূলের পক্ষ থেকে বা বিরোধীদের পক্ষ থেকে যে কথাই বলা হোক না কেন, 24 বছরে পা দেওয়া তৃনমূল কংগ্রেস 2021 এর বিধানসভা নির্বাচনে কতটা ভালো ফল করতে পারে, এখন সেটাই সকলের কাছে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে বিজেপিকে কুপোকাত করতে তৃণমূলের পক্ষ থেকে নতুন করে জনসংযোগ বেছে নেওয়া হয়েছে। তাই এই পরিস্থিতিতে সেই জনসংযোগ এবং উন্নয়নের উপর ভিত্তি করে যে আগামী দিনে তৃণমূল কংগ্রেস মানুষের কাছে যাবে, তা বলার অপেক্ষা রাখে না।

তবে দলের 24 বছর বয়স হয়ে গেলেও, যেভাবে প্রতিষ্ঠালগ্নে দলের নেতাকর্মীরা এখন বিজেপিতে যেতে শুরু করেছেন, তাতে চিন্তা বাড়ছে ঘাসফুল শিবিরের। মুকুল রায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী বিরোধী পক্ষ ভারতীয় জনতা পার্টির অন্যতম সৈনিক। ইতিমধ্যেই তারা ময়দানে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে দিতে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করতে শুরু করেছেন। যা আগামী দিনে তৃণমূলের অন্দরে ব্যাপক ভাঙ্গন ধরাবে বলেও দাবি করছেন বিশেষজ্ঞরা।

আর এই পরিস্থিতিতে দলের প্রতিষ্ঠা লগ্নে যে সমস্ত হেভিওয়েট নেতা নেত্রীরা ছিলেন, তারা এখন দলত্যাগ করায় 24 বছরে পা দেওয়া তৃনমূল কংগ্রেস তাদের মূল লক্ষ্য উত্তীর্ণ করতে সক্ষম হবে, সেটাই অনেকের কাছে সংশয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও বা ঘাসফুল শিবিরের দাবি, তাদের প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়‌। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই সমর্থন করবে। এখন 24 বছরে পা দেওয়া তৃণমূল কংগ্রেস আগামী বিধানসভা নির্বাচনে নবান্ন দখল করতে পারে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!