এখন পড়ছেন
হোম > জাতীয় > বিশিষ্ট মনীষীরা “হিন্দু বিরোধী” বলে মন্তব্য প্রাক্তন সিবিআই কর্তার, তোলপাড় গোটা দেশ!

বিশিষ্ট মনীষীরা “হিন্দু বিরোধী” বলে মন্তব্য প্রাক্তন সিবিআই কর্তার, তোলপাড় গোটা দেশ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিজেপি সরকার ভারতবর্ষের ক্ষমতায় বসার পর থেকেই একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য কাজ করে আসছে বলে অভিযোগ করেছে বিরোধীরা। এক্ষেত্রে নিজেদের হিন্দু ধর্মের ধারক এবং বাহক বলে বিজেপি অন্যান্য ধর্মকে অসম্মান করছে এবং সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলোর। আর বিজেপির বিরুদ্ধে যখন বিরোধীরা এই অভিযোগ তুলছে, ঠিক তখনই বাংলার একাধিক মনীষীর বিরুদ্ধে সরব হয়ে তাদের হিন্দুবিরোধী তকমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়ল।

জানা গেছে, প্রাক্তন সিবিআই কর্তা এম নাগেশ্বর রাও বিশিষ্ট মনীষী ঋষি অরবিন্দ এবং রাজা রামমোহন রায়কে হিন্দু বিরোধী বলে আক্রমণ করেছেন। স্বাভাবিক ভাবেই বাংলার এই বিশিষ্ট মনীষীদের নিয়ে প্রাক্তন সিবিআই কর্তার মন্তব্যে এখন তোলপাড় তৈরি হয়েছে গোটা দেশে। প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার রাজা রামমোহন রায়ের 250 তম জন্মবার্ষিকী পালন করা হয়েছিল গোটা দেশ জুড়ে। আর সেই সময় একটি টুইট করেন প্রাক্তন সিবিআই কর্তা এম নাগেশ্বর রাও। যেখানে তার ট্যুইটে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়ে।

যেখানে তিনি বলেন, “আমাদের পাঠ্যবইয়ে একজন ঐতিহাসিক চরিত্রকে কি ভাবে ফুটিয়ে তোলা হবে, তা নির্ভর করছে তিনি কতটা হিন্দুবিরোধী ছিলেন, তার ওপর। অর্থাৎ তিনি যতটা হিন্দুবিরোধী হবেন, তার সম্পর্কে ততটা বেশি শেখানো হবে। অন্যদিকে হিন্দুত্ববাদীদের ততটাই দূরে সরিয়ে রাখা হবে। এই নিক্তিতেই রাজা রামমোহন রায় এবং ঋষি অরবিন্দ ঘোষকে বিচার করা দরকার।” স্বাভাবিক ভাবেই যে মহান মনীষীরা বিভিন্ন সাহসী পদক্ষেপ নিয়ে বিস্তার লাভ করেছেন, তাদেরকে এভাবে ছোট করা কি ঠিক, এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এভাবে হিন্দুত্ববাদী তকমা দিয়ে দুই মহান মানুষকে যেভাবে আক্রমণ করা হল, তাতে সিবিআইয়ের প্রাক্তন কর্তার ভূমিকা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। একাংশ বলেছেন, বাংলাকে সবসময় আক্রমণ করে বিজেপির হিন্দিভাষী নেতারা। আর এবার সিবিআই এর প্রাক্তন কর্তার এই ধরনের মন্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল, তারা বাংলার প্রগতির ক্ষেত্রে অনবদ্য ভূমিকা গ্রহণ করা ঋষি অরবিন্দ থেকে শুরু করে রাজা রামমোহন রায়কে আক্রমণ করতে বিন্দুমাত্র ভাবেন না। স্বাভাবিক ভাবেই বাংলার দর্শন এবং সাংস্কৃতিক জগতে সিবিআইয়ের প্রাক্তন কর্তার এই মন্তব্য যে যথেষ্ট দাগ কাটতে শুরু করল, তা বলার অপেক্ষা রাখে না।

পর্যবেক্ষকদের মতে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এমনিতেই নানা অভিযোগ নানা সময়ে উঠেছে। কিন্তু তার মাঝেই সিবিআইয়ের প্রাক্তন কর্তার বাংলার দুই মনীষীকে নিয়ে এই ধরনের মন্তব্য যথেষ্ট সাড়া ফেলে দিল। সব সময় হিন্দু বিরোধী বলে বিভিন্ন মানুষকে আক্রমণ করেছে ভারতীয় জনতা পার্টি বলে অভিযোগ সমালোচক মহলের।

আর তার মাঝে দেশের মনীষীকেও না ছেড়ে যেভাবে ঋষি অরবিন্দ এবং রাজা রামমোহন রায়কে আক্রমণ করলেন সিবিআইয়ের প্রাক্তন কর্তা, তাতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হল। যাকে কেন্দ্র করে সমাজের বিশিষ্টজনেদের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। সব মিলিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে সিবিআইয়ের প্রাক্তন কর্তা কি পদক্ষেপ গ্রহণ করেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!