এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > বিজেপি কর্মীর বাড়িতে দুষ্কৃতী হামলার জেরে উত্তপ্ত বাঁকুড়া! অভিযোগের তীর তৃণমূলের দিকে

বিজেপি কর্মীর বাড়িতে দুষ্কৃতী হামলার জেরে উত্তপ্ত বাঁকুড়া! অভিযোগের তীর তৃণমূলের দিকে


মিটিং-মিছিল প্রায় দু মাস বন্ধ। তা বলে রাজনীতির লড়াই তো আর থেমে থাকতে পারেনা। লড়াই এখন চলছে সোশ্যাল মিডিয়ায়। প্রতিপক্ষকে জবাব দিতে এখন নেটদুনিয়ায় মগজ খাটিয়ে নিত্যনতুন স্লোগান চলছে যুযুধান রাজনৈতিক শিবিরগুলির মধ্যে। সেরকম শাসক দল তৃণমূল ও বিরোধী দল বিজেপির মধ্যেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নিয়ে চলছে অভিযোগ, পাল্টা অভিযোগ। ইতিমধ্যে ফেসবুকে পোস্ট করা নিয়ে রীতিমতো রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরে। বাঁকুড়ার বিষ্ণুপুরের শাসকদলের দাবি, মুকুলিকা বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী শাসক দলের নেতা ও কাউন্সিলরদের সম্মানহানি করেছেন ফেসবুকে দেওয়া পোষ্টের মাধ্যমে।

অন্যদিকে বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালিয়েছে। এই ঘটনার সূত্রপাত শনিবার হয়। অভিযোগ ওঠে বিষ্ণুপুর পৌরসভার পৌর প্রধান শ্যাম মুখোপাধ্যায়, জনৈক কাউন্সিলর এবং কয়েকজন তৃণমূল কর্মীর নাম না করে ফেসবুকে কিছু কুরুচিপূর্ণ বার্তা পোস্ট করেন বিজেপি কর্মী বুম্বা চট্টোপাধ্যায়, রাজদীপ সিনহা এবং মুকুলিকা বন্দ্যোপাধ্যায়। যদিও পরবর্তীতে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত মুকুলিকা বন্দোপাধ্যায় পোস্টটি ডিলিট করে দেন। তারপর তৃণমূলের পক্ষ থেকে অতনু মল্লিক ঠাকুর উক্ত বিজেপি কর্মীদের নামে লিখিত অভিযোগ করেন থানায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই প্রসঙ্গে পুর প্রধান শ্যাম মুখোপাধ্যায় জানিয়েছেন “জঘন্য ভাষায় পোষ্ট করা হয়েছিল। দলের কাউন্সিলরদের মিলিত সিদ্ধান্তেই অভিযোগ দায়ের করা হয়েছে।” অন্যদিকে বিজেপি কর্মী সুরজিৎ চট্টোপাধ্যায় ওরফে বুম্বা চট্টোপাধ্যায়ের মা মালা চট্টোপাধ্যায় জানান, “গতকাল সন্ধ্যায় তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে জনা তিরিশ লোক এসে আমাদের বাড়িতে হামলা চালায়।” তিনি আরো বলেন, তাঁর ছেলে বিজেপি নয়, আরএসএস এর সঙ্গে যুক্ত। ওই দুষ্কৃতী দলটি তাঁদের বাড়িতে এসে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে এবং ছেলেকে মারধরের হুমকি দিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে। অন্যদিকে তাঁদের প্রতিবেশী শুভ্রা চট্টোপাধ্যায় এদিন জানিয়েছেন, বাড়িতে হামলার বিষয়টি পুলিশকে জানানোর ফলে তিনিও আক্রান্ত হয়েছেন।

যদিও এলাকার কাউন্সিলর পুরো ব্যাপারটি অস্বীকার করেছেন অন্যদিকে বিজেপির বিষ্ণুপুরের সাংগঠনিক জেলা সভাপতি হরকালী প্রতিহার দাবি করেছেন, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের ওপর হামলা চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতীদল। এই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূল নেতা অতনু মল্লিক ঠাকুর দাবি করেন, বিজেপি তৃণমূলের সঙ্গে রাজনৈতিকভাবে এঁটে উঠতে না পেরে এবার ফেক অ্যাকাউন্ট খুলে ফেসবুকের মাধ্যমে কুরুচিকর ভাবে আক্রমণ করছে।

অন্যদিকে দু’দলই পুলিশের কাছে অভিযোগ জানানোর পর পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করে উঠতে পারেনি। কিন্তু বিষ্ণুপুরের এই ঘটনায় রাজনৈতিক মহলে চূড়ান্ত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উপরন্তু করোনা সংকটকালে যেভাবে দুই রাজনৈতিক দল এখনো লড়াই করে চলেছেন, তা নিয়ে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ এলাকাবাসীরা। এখনো পর্যন্ত অবশ্য এই ঘটনা নিয়ে তৃণমূল ও বিজেপির উচ্চকক্ষ থেকে কেউই কোনো মতামত জানাননি বলেই জানা গেছে। আপাতত পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সে দিকেই লক্ষ্য রাখছে রাজ্যের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!