এবার বিশ্ব বাংলা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে লাগানো হলো আলকাতরা রাজ্য November 21, 2017 বিশ্ব বাংলা নিয়ে বিতর্ক যেন আর কিছুতেই পিছু ছাড়ছেনা। প্রথমে বিশ্ব বাংলার মালিকানা নিয়ে মুকুল রায়ের অভিযোগ আর তারপর বিশ্ববাংলার গ্লোব ছিঁড়ে যাওয়া আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও বিশ্ব বাংলার লোগো লাগানো ফ্লেক্সে লাগানো হল আলকাতরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দমদম এলাকায়। যতদূর জানা গেছে প্রায় ১০০টি ফ্লেক্সের বিশ্ব বাংলার লোগোতে কালি লাগানো হয়েছে। রাতের অন্ধকারেই এই কাজটি করা হয়েছে বলে মনে করা হচ্ছে কেননা কাউকে দিনের বেলায় এই কাজ করতে দেখা যাই নি। শুধুমাত্র বিশ্ব বাংলার ১০০টি ফ্লেক্সের লোগোতেই নয় এমনকি কিছু কিছু জায়গায় কালি লাগানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতেও। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছাড়িয়েছে এলাকাজুড়ে। তৃণমূল এই নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ।কে বা করা এই কাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের শাস্তির দাবি তুলেছে সাধারণ মানুষ থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা। তবে কেন এই ভাবে কালী লাগানো হলো বিশ্ব বাংলা লোগোতে তা নিয়ে যথেষ্ট আলোড়ন ও নিন্দার ঝড় উঠেছে গোটা বাংলা সমেত রাজনৈতিক মহলে। আপনার মতামত জানান -