এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > বিশ্বভারতী কাণ্ডে নয়া মোড়! বড়সড় পদক্ষেপের কথা জানাল কলকাতা হাইকোর্ট! জেনে নিন বিস্তারিত

বিশ্বভারতী কাণ্ডে নয়া মোড়! বড়সড় পদক্ষেপের কথা জানাল কলকাতা হাইকোর্ট! জেনে নিন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ১৭ ই আগস্টের দিনে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে গড়া শিক্ষাঙ্গন বিশ্বভারতীর পৌষ মেলার মাঠ প্রাচীর দিয়ে ঘেরা কাজের তদারকি করছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এ সময় অকস্মাৎ তৃণমূল বিধায়ক নরেশ বাউড়ি তাঁর শতাধিক অনুগামী ও সেইসঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র নিয়ে সে স্থলে উপস্থিত হন। তাঁদের দাবি ছিল মুক্তা শিক্ষাঙ্গনকে প্রাচীর দিয়ে ঘেরা হচ্ছে কোন যুক্তিতে? নির্মাণ কার্যে তাঁরা কাজে বাধা দেন। আর সেই সঙ্গে পে লোডার দিয়ে ধুলিস্যাৎ করে দেন নির্মীয়মান সে প্রাচীর। এরপর বিশ্ববিদ্যালয় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বাড়ির সামনে সারারাত ধরে অবস্থান বিক্ষোভ ও সংশ্লিষ্ট এলাকায় পথ অবরোধ চলে। পরবর্তীকালে তৃণমূল বিধায়ক নরেশ বাউড়ি ও তাঁর ৯ জন অনুগামীর বিরুদ্ধে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে।

বিশ্বভারতীর প্রাচীর বাংলার ঘটনাকে কেন্দ্র করে নানান চাপানউতোর চলছে। এবার বিশ্বভারতীর ঘটনায় এলো নতুন চমক। এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা করেছিলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। এ বিষয়ে সিবিআই তদন্ত চেয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন তিনি। গতকাল মঙ্গলবার হাইকোর্টে এই মামলার শুনানি ছিল। মামলার শুনানির পর হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণণ ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ এই ঘটনার সম্পূর্ণ বিবরণের রিপোর্ট দাখিলের নির্দেশ দিলো বিভিন্ন মহলকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে বিশ্বভারতী বিদ্যালয় কর্তৃপক্ষ, শ্রীনিকেতন শান্তিনিকেতন ডেভেলপমেন্ট অথরিটি ও রাজ্য সরকারকে এই ঘটনার বিবরণ দিয়ে প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণণ ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ আগামী সেপ্টেম্বরের মধ্যে তাদের রিপোর্ট দাখিল করতে হবে।

অন্যদিকে আইনজীবী রমাপ্রসাদ সরকার এই মামলায় সংশ্লিষ্ট ঘটনার যথাযথ তদন্তের জন্যে হাইকোর্টের অধীনে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করে তদন্তের আর্জি জানিয়েছেন। এ বিষয়ে আইনজীবী রমাপ্রসাদ সরকারের এই দাবির বিরোধিতা করলেন এডভোকেট জেনারেল কিশোর দত্ত । এ প্রসঙ্গে তিনি বলেছেন, ” বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটি জনস্বার্থ মামলা হিসেবে গ্রহণযোগ্য হতে পারে না।”

তবে সংশ্লিষ্ট এই মামলাটিকে জনস্বার্থ মামলা হিসেবে গ্রহণ করা যাবে কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিতভাবে হাইকোর্টের তরফ থেকে কিছু জানানো হয়নি। প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণণ ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ এই সম্পর্কে জানিয়েছে, এই ঘটনা সংক্রান্ত সমস্ত বিষয় যথোপযুক্ত পর্যালোচনা করেই এ বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। প্রসঙ্গত, চলতি মাসের ১৮ তারিখে হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!