এখন পড়ছেন
হোম > জাতীয় > বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে জল চেয়ে জুটলো মার

বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে জল চেয়ে জুটলো মার


জল চেয়ে কর্মিসভার সদস্যদের হাতে মার খেলেন পড়ুয়ারা। চারিদিকে জলসঙ্কট, ফ্যানের কোন ব্যবস্থা নেই, সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত বসিয়ে রাখা হয়েছে ছাত্র ছাত্রীদের কারণ একটাই এত বড় অনুষ্টান – বিশ্বভারতীর সমাবর্তন – আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী আর অন্য দেশের প্রধানমন্ত্রী। বেজায় গরম ঠায় দাঁড়িয়ে থেকে তেষ্টায় গলা ফেটে যাচ্ছে। আর তাই জল চাইতে গিয়েছিলেন পড়ুয়ারা, আর তাতেই জুটলো মার বলে অভিযোগ সেদিন ওই সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণকারী পড়ুয়াদের।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

পর্যাপ্ত জলের ব্যাবস্থা ছিল না বলে অভিযোগ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি বলেও অভিযোগ উঠেছে।  সেদিনের অনুষ্ঠানে উপস্থিত প্রায় ১৫ হাজার দর্শকের জন্য জলের পাউচ ছিল সাকুল্যে হাজার তিনেক বলেও অভিযোগ উঠেছে। অপর্যাপ্ত জল ও অসহ্য গরমে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন ছাত্রছাত্রী, ফলে ছাত্রছাত্রীদের একাংশ জল চাইতে যান – কিন্তু জলের বদলে জোটে মার বলে অভিযোগ। আর তাই রীতিমত ক্ষোভে ফুঁসছেন শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা। যদিও এই বিষয়ে শানিনিকেতন কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায় নি।

https://www.youtube.com/watch?v=8jo6Q96GYp8

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!