এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > .বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে ফের মামলা করলেন অনুপম হাজরা

.বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে ফের মামলা করলেন অনুপম হাজরা


হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কাজে যোগ দিতে পারছেন না। বলা ভাল তাঁকে কাজে যোগ দিতে দেওয়া হচ্ছে না – এমন গুরুতর অভিযোগ তুললেন বোলপুরের তৃণমূল সাংসদ অনুপম হাজরা। তাঁর অভিযোগের তীর ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেন, ভারপ্রাপ্ত কর্মসচিব সৌগত চট্টোপাধ্যায় ও সমাজকর্ম বিভাগের প্রধান কুমকুম ভট্টাচার্যের দিকে।
বিশ্বভারতীর সমাজকর্ম বিভাগের অধ্যাপক ছিলেন সাংসদ অনুপম হাজরা। অসমের শিলচর বিশ্ববিদ্যালয় থেকে লিয়েনে বিশ্বভারতীতে অধ্যাপনা

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

শুরু করেন। লিয়েন শেষ হওয়ায় তিনি মেয়াদ বাড়ানোর দাবি জানান বিশ্বভারতীতে। কিন্তু বিশ্বভারতী তাতে কান না দিয়ে তাঁকে পূর্বতন কাজের জায়গায় ফিরে যেতে বলে। এর বিরুদ্ধেই হাইকোর্টে মামলা ঠুকে বসেন তৃণমূল সাংসদ। অনুপমবাবুর দাবী, তাঁকে বিশ্বভারতীতে পুনর্বহাল করতে হবে। মামলায় অনুপমবাবুকে পুনর্নিয়োগের জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষকে নির্দেশ দেয় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। কিন্তু বাস্তবে তা হয়নি। সাংসদ বলেন “আদালতের নির্দেশে কাজে যোগ দিতে গিয়েছিলাম। কিন্তু, বিশ্বভারতী কর্তৃপক্ষ আমাকে ফিরিয়ে দিয়েছে। তাই আমি তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছি।”
অভিযুক্ত বিশ্বভারতীর বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের তরফে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা করা হয়েছে। তাই এক্ষেত্রে আদালত অবমাননার প্রশ্নই ওঠে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!