এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পাকিস্তানের অনুকরণ করলেন মুখ্যমন্ত্রী? -বিস্ফোরক শুভেন্দু

পাকিস্তানের অনুকরণ করলেন মুখ্যমন্ত্রী? -বিস্ফোরক শুভেন্দু


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শারীরিক অসুস্থতার কারণে বিধানসভা ভোটে দাঁড়াননি রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। যদিও তাঁকে অর্থমন্ত্রী করা হয়েছিল। কিন্তু ছমাসের সময়কাল তাঁর শেষ হয়ে গেছে। তাই এবার মন্ত্রিত্ব ছাড়তেই হবে। কিন্তু তাঁর মতো বিশ্বাসভাজনকে কিছুতেই ছাড়তে চান না মুখ্যমন্ত্রী। তাই শেষ পর্যন্ত অর্থমন্ত্রকের দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী নিজেই। আর মুখ্যমন্ত্রীর অর্থ দপ্তরের উপদেষ্টা করা হলো অমিত মিত্রকে। অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী করা হলো চন্দ্রিমা ভট্টাচার্যকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের পরেই তার প্রবল কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন, ঘটনাটি কি একেবারেই কাকতালীয়? নাকি অনুপ্রেরণা? তিনি জানালেন, পাকিস্তানের প্রাক্তন অর্থমন্ত্রী শওকত তারিনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ করার কিছু দিনের মধ্যেই বাংলায় মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে অমিত মিত্রকে। তিনি জানিয়েছেন এদের দুজনের ক্ষেত্রেই মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। আর এই দুজনেই ছিলেন অর্থমন্ত্রী।

শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে, এ বিষয়ে একেবারে পাকিস্তানকে অনুকরণ করেছে পশ্চিমবঙ্গ। এভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। ওয়াকিবহাল মহলের দাবি, মুখ্যমন্ত্রীর যথেষ্ট ভরসার পাত্র হলেন অমিত মিত্র। তাই তাঁকে কিছুতেই ছেড়ে দিতে চাইছেন না তিনি। তাই শেষ পর্যন্ত তাকে তিনি ক্যাবিনেট পদমর্যাদার উপদেষ্টা হিসেবে নিয়োগ করলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!