এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > বিশ্বখ্যাত গাড়ি প্রস্তুতকারী সংস্থাকে বিনিয়োগের আমন্ত্রণ রাজ্যের মন্ত্রীর, প্রবল কটাক্ষ বিজেপির

বিশ্বখ্যাত গাড়ি প্রস্তুতকারী সংস্থাকে বিনিয়োগের আমন্ত্রণ রাজ্যের মন্ত্রীর, প্রবল কটাক্ষ বিজেপির


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – বিশ্বখ্যাত বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা টেসলারের সিইও এলন মাস্ককে বাংলায় বিনিয়োগ করার আমন্ত্রণ জানালেন রাজ্যের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী গোলাম রব্বানী। সম্প্রতি এলন মাস্ক একটি ট্যুইট করে জানিয়েছেন যে, ভারত সরকারের সঙ্গে কাজ করতে তাঁর কিছু সমস্যা হচ্ছে। তবে এই সমস্যা দ্রুত মিটে যাবে। এই পরিস্থিতিতে তাকে বাংলায় এসে ব্যবসা বাণিজ্য করার আমন্ত্রণ জানালেন রাজ্যের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মহম্মদ গোলাম রব্বানী।

টেসলারের সিইও এলন মাস্ককে উদ্দেশ্যে একটি টুইট করে বাংলার সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী গোলাম রব্বানী জানিয়েছেন, তাঁকে বাংলায় আসতে। পশ্চিমবঙ্গে যে কোন শিল্পের জন্য সেরা পরিকাঠামো রয়েছে। আর তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শিতা আছে। বাংলা মানেই হলো ব্যবসা বাণিজ্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ট্যুইটের পর রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীকে কটাক্ষ করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এ প্রসঙ্গে ট্যুইট করে তিনি জানিয়েছেন, তাঁর মনে হতে পারে, এটা কোন মশকরা। কিন্তু তা একেবারেই নয়। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী মাস্ককে বাংলায় বিনিয়োগের জন্য আহবান জানিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, এলন মাস্কের কাছে বাংলায় ব্যবসা করার কোন সুবিধাটি তুলে ধরবেন মন্ত্রী? তিনি কি সিঙ্গুরের উদাহরণ দেবেন? নাকি বাংলায় ভোটের সময় ও ভোট পরবর্তী হিংসার বিবরণ পেশ করবেন?

অমিত মালব্যের এই টুইটের পাল্টা জবাবে তৃণমূল সাংসদ সৌগত রায় জানিয়েছেন, এলন মাস্ক হলেন বিশ্বের অন্যতম বড় একজন শিল্পপতি। ইলেকট্রনিক গাড়ির জন্য বিখ্যাত। তিনি যদি বাংলায় বিনিয়োগে আগ্রহী হন, তাতে রাজ্যের উপকারই হবে এ বিষয়ে অমিত মালব্য কী বলেছেন? তাতে গুরুত্ব দেওয়ার কোনো অর্থই হয় না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!