এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিশ্বকবিকে টেনে এনে মোদীকে আক্রমণ মমতার, জেনে নিন

বিশ্বকবিকে টেনে এনে মোদীকে আক্রমণ মমতার, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে কোনো কোনো সময় তা ব্যক্তিগত মাত্রাকে অতিক্রম করে ফেলছে। বর্তমানে তৃণমূলের বিরুদ্ধে যেমন সরব হচ্ছে ভারতীয় জনতা পার্টি, ঠিক তেমনই বিজেপির বিরুদ্ধে সরব হচ্ছে তৃণমূল কংগ্রেস। মূলত এই দুই দলের মধ্যেই বাংলার বিধানসভা নির্বাচনে প্রধান লড়াই হতে চলেছে। আর এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী দাড়ি রাখা নিয়ে বিশ্বকবির প্রসঙ্গ টেনে এনে নাম না করে তাকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বেশ কিছুদিন ধরেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী দাড়ি-গোঁফ রাখতে শুরু করেছেন। যার পরিপ্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে কটাক্ষ করে বলা হয়েছিল, বাংলার বিধানসভা নির্বাচনে আসছে। তাই প্রধানমন্ত্রীর এই সাজ। এক্ষেত্রে তিনি নিজেকে বাংলার সংস্কৃতির অঙ্গ হিসেবে রবি ঠাকুরের মত তুলে ধরার চেষ্টা করছেন। আর এই পরিস্থিতিতে এবার সেই প্রধানমন্ত্রীকে এই ইস্যুতে দাসপুরের সভা থেকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, আজ দাসপুরে একটি নির্বাচনী জনসভায় উপস্থিত হন তৃণমূল নেত্রী। আর সেখানেই এই ইস্যুতে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দাড়ি থাকলেই সবাই রবীন্দ্রনাথ হয় না।” অর্থ্যাৎ তৃনমূল নেত্রী বোঝাতে চাইলেন, যে যাই বলুন না কেন, প্রধানমন্ত্রী বাংলার বিধানসভা নির্বাচনের জন্য এত বড় দাড়ি গোঁফ রাখতে শুরু করেছেন। এক্ষেত্রে তিনি নিজেকে বাংলার সংস্কৃতির ধারক ও বাহক রবিঠাকুর বলে ভাবতে শুরু করেছেন বলেই নিজের বক্তব্যের মধ্য দিয়ে তাকে কটাক্ষ করার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে তৃণমূল নেত্রী একথা বললেও তাকে পাল্টা কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা। বিজেপির দাবি, এই মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় বিভিন্ন বিষয় নিয়ে সরব হন। তার মুখ থেকে শোনা যায় কি কি খাবে, কে কী পরবে, তা সকলের নিজস্ব ব্যাপার। কিন্তু সেই তিনি কেন প্রধানমন্ত্রীর নিজস্ব আচার আচরণ নিয়ে প্রশ্ন তুলবেন! এটা কি তার মুখ থেকে সাজে? প্রধানমন্ত্রী তো কখনও নিজেকে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তুলনা করেননি।

এক্ষেত্রে তার ব্যক্তিগত অভিরুচি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলে শালীনতার মাত্রা অতিক্রম করেছেন এবং রবি ঠাকুরকে অপমান করছেন বলে দাবি করছেন বিরোধীরা। স্বাভাবিক ভাবেই এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এখন রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে। হঠাৎ করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে প্রধানমন্ত্রীর দাড়ি নিয়ে আক্রমণাত্মক মন্তব্য চর্চার চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজ্য জুড়ে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!