এখন পড়ছেন
হোম > অন্যান্য > বিতর্ক বাড়িয়ে এবার মেডিকেল কলেজেই হবে দুর্গাপূজা, যদিও পরিষেবায় ঘবে না ব্যাঘাত !

বিতর্ক বাড়িয়ে এবার মেডিকেল কলেজেই হবে দুর্গাপূজা, যদিও পরিষেবায় ঘবে না ব্যাঘাত !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কলকাতা তথা রাজ্যের করোনা চিকিৎসার একটি অন্যতম প্রধান কেন্দ্র হল কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। করোনা সংক্রমণ কালে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অসংখ্য করোনা আক্রান্তকে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন চিকিৎসক ও নার্স ও স্বাস্থ কর্মীরা। দিনরাত করোনার বিরুদ্ধে সংগ্রাম করছেন তাঁরা। পুজোর সময়ও খোলা থাকবে হাসপাতালে দরজা, হবে চিকিৎসা।

তাই হাসপাতাল থেকে যাবেন ডাক্তার ও নার্সেরা। চিকিৎসকদের অনেকেই আছেন যারা করোনার কারণে দীর্ঘদিন ধরে নিজেদের বাড়ি যেতে পারেননি। হয়তো কেউ কেউ এসময়ে কোনোরকমে বাড়ি গেছেন একবার, কিন্তু এরপরে কবে বাড়ি যাবেন, তা তাঁরা জানেন না। পূজার সময় বাড়ি যেতে না পেরে তাদের মধ্যে অনেকেই কিছুটা বিমর্ষ আছেন। এ কারণেই তাদের আনন্দ দিতে এবার করোনা চিকিৎসার প্রাণ কেন্দ্র কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দুর্গা পূজার আয়োজন করা হচ্ছে।

কিন্তু এভাবে করোনার চিকিৎসার মধ্যেই হাসপাতালের প্রাঙ্গণে প্যান্ডেল নির্মাণ করে, প্রতিমা এনে দূর্গা পূজার আয়োজন নিয়ে যথেষ্ট বিতর্ক সৃষ্টি হয়েছে। কারণ, চিকিৎসকরা অনেকেই যেখানে উৎসবের আয়োজন না করার পরামর্শ দিচ্ছেন, সেখানে চিকিৎসকদের একটা অংশ আয়োজন করছেন দূর্গা পূজার। বিভিন্ন মহলে উঠেছে একাধিক প্রশ্ন। প্রশ্ন তুলেছে বেশকিছু পুজোর উদ্যোক্তা ক্লাবও।

প্রসঙ্গত, দু সপ্তাহ ধরে হাসপাতাল চত্বরে দূর্গাপূজার আয়োজন করার চেষ্টা চলছিল বেশ কিছু চিকিৎসকের। তবে পূজার অনুমতি দিতে রাজি হয়নি হাসপাতাল কতৃপক্ষ। শেষ পর্যন্ত বয়েস হোস্টেল প্রাঙ্গণে অনুমতি মিলল পূজার। তবু যাচ্ছে না বিতর্ক। করোনা সংক্রমনের সময় হাসপাতালের চত্বরে মণ্ডপ তৈরি করে পূজা করা কতটা যুক্তিযুক্ত? তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

হাসপাতাল চত্বরে এর ফলে করোনা সংক্রমণ ছড়াতে পারে। কারণ, একে তো হাসপাতালে করোনা চিকিৎসা করাতে প্রচুর রোগী আসছেন, তার উপরে হাসপাতালে প্রসাদ বিতরণ করায় করোনা বৃদ্ধির আশঙ্কা আছে। আবার দূর্গা পুজো করতে গেলে সেখানে জমায়েত হবেই। একজোট না হলে কখনোই দূর্গা পূজার আয়োজন করা সম্ভব নয়। এই সব কিছু নিয়েই বাড়ছে প্রশ্ন ও সংশয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, হাসপাতাল প্রাঙ্গনে দুর্গা পূজার আয়োজন সম্পর্কে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একাংশের দাবি, করোনা সংক্রমণ কাল থেকে শুরু করে থেকে সাত মাস ধরে প্রচণ্ড পরিশ্রম করছেন তাঁরা। বহু চিকিৎসক, নার্স আছেন যারা দীর্ঘকাল ধরে তাদের বাড়ি যেতে পারেননি, দেখা করতে পারেননি পরিজনদের সঙ্গে। সাত দিন ডিউটি, তারপরের সাত দিন কোয়ারেন্টাইন। এভাবেই দিন কাটছে তাদের। দীর্ঘ সময় ধরে পরিবার, পরিজনদের দেখা না পেয়ে, পুজোর সময় বাড়ি যেতে না পেরে তাদের অনেকেই ভুগছেন মনোকষ্টে।

এ কারণে তাদের কিছুটা মনের শান্তি দিতেই হাসপাতাল প্রাঙ্গণে পুজোর আমেজ গড়ে তুলতে তারা পূজার ব্যবস্থা করবেন। এছাড়া পুজোর আয়োজনের সঙ্গে যুক্ত থাকা চিকিত্‍সকদের বক্তব্য, পুজোর জায়গা হিসেবে বেছে নিয়েছেন তাঁরা হোস্টেল প্রাঙ্গণকে। মূল মেডিক্যাল কলেজের ক্যাম্পাসের অনেকটাই বাইরে এই কলেজ প্রাঙ্গণ। তাই সেখানে পুজোর আয়োজন করলে, সেখান থেকে করোনার সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা প্রায় নেই বলেই তাদের যুক্তি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!