এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিতর্ক তৈরী করে দলকে অস্বস্তির মুখে ঠেললেন হেভিওয়েট বিজেপি সাংসদ, এবার দিল্লী তলব

বিতর্ক তৈরী করে দলকে অস্বস্তির মুখে ঠেললেন হেভিওয়েট বিজেপি সাংসদ, এবার দিল্লী তলব


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য গেরুয়া শিবিরে অন্যতম বিতর্কিত নেতা হলেন সৌমিত্র খাঁ। কার্যত বিভিন্ন বিষয়ে তিনি বিতর্ক তৈরি করেছেন। কিছুদিন আগেই রাঢ়বঙ্গকে আলাদা রাজ্য করা নিয়ে তিনি তোলপাড় ফেলে দেন রাজ্য রাজনীতিতে। কার্যত তাঁকে দিল্লী ডেকে নির্দেশ দিয়ে তখনকার মতো চুপ করানো হয়। কিন্তু আবারও বিতর্ক তৈরি করলেন সৌমিত্র খাঁ রাজ্য রাজনীতিতে। কার্যত গতকাল দুপুরে একটি ফেসবুক লাইভ করে সৌমিত্র খাঁ তীব্র ক্ষোভ উগরে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে। পাশাপাশি ঘোষণা করেন তিনি, বিজেপির যুব মোর্চার সভাপতির পদ থেকে ইস্তফা দিতে চলেছেন।

খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় গেরুয়া শিবিরের অন্দরে, পাশাপাশি তীব্র অস্বস্তি তৈরি হয় সৌমিত্র খাঁয়ের বক্তব্যকে কেন্দ্র করে। কিন্তু হঠাৎ করেই আবার কথার পরিবর্তন। দেখা গেল, শেষ পর্যন্ত সৌমিত্র খাঁয়ের বিদ্রোহ ঘন্টাখানেক এর বেশি টিকে থাকলনা। ইস্তফা দেওয়ার সময় তিনি যেরকম সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, ঠিক সেভাবেই প্রত্যাহার করা নিয়েও তিনি সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন। পাশাপাশি সৌমিত্র খাঁ জানিয়েছেন, বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বি.এল.সন্তোষের পরামর্শ অনুযায়ী ইস্তফা প্রত্যাহার করেছেন তিনি। প্রসঙ্গত, গতকাল সৌমিত্র খাঁয়ের গলায় শুভেন্দু অধিকারীর প্রতি তীব্র ক্ষোভ ধরা পড়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, মোদি মন্ত্রীসভায় জায়গা না পাওয়ার দরুন সৌমিত্র খাঁ দায়ী করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সৌমিত্র খাঁ রীতিমতো শুভেন্দু অধিকারীকে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে ভুল বোঝানোর জন্য দায়ী করেন। এমনকি দিলীপ ঘোষকেও রেয়াত করেননি তিনি। তবে পদ ছেড়ে দিলেও বিজেপিতে যে তিনি থাকবেন সে কথাও জানান। পাশাপাশি বিজেপিতে মতপ্রকাশের স্বাধীনতার ব্যাপার নিয়ে সরব হন তিনি। অনেকেই মনে করছেন, সৌমিত্র খাঁ ভালই বুঝে গিয়েছিলেন তাঁর ফেসবুক লাইভ নিয়ে চরম বিতর্ক হবে। আর সেখান থেকেই তিনি দলে মতপ্রকাশের স্বাধীনতার তত্ত্ব তুলে ধরেছেন।

তবে বিতর্ক শেষ করে রাতেই আবার ফিরে এসেছেন স্বপদে রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি। অন্যদিকে জানা যাচ্ছে, সৌমিত্র খাঁকে ইতিমধ্যেই দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। স্বাভাবিকভাবেই গতকালের ফেসবুক লাইভই যে দিল্লী তলবের অন্যতম কারণ তা বুঝতে বাকি থাকেনা কারোর। বারবার দলকে অস্বস্তিতে ফেলা নিয়ে এবার হয়তো সৌমিত্র খাঁকে কড়াভাবে সতর্ক করা হতে পারে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আপাতত বিরোধী দলনেতা এবং রাজ্য বিজেপি সভাপতি- বিজেপির এই দুই কর্ণধারের বিরুদ্ধে যেভাবে বিদ্রোহ ঘোষণা করেছিলেন গতকাল সৌমিত্র খাঁ, তা কিভাবে ফিরিয়ে নেবেন সেটাই এখন সবথেকে বড় আলোচ্য বিষয়।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!