এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিতর্কের পরেও নিজের অবস্থানে অনড় শুভেন্দু! “তোলাবাজ ভাইপো” বলে ফের সরব!

বিতর্কের পরেও নিজের অবস্থানে অনড় শুভেন্দু! “তোলাবাজ ভাইপো” বলে ফের সরব!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথম সভা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাকে আক্রমণ করেছিলেন শুভেন্দু অধিকারী। যেখানে “তোলাবাজ ভাইপো হটাও” বলে স্লোগান তুলতে দেখা গিয়েছিল তাকে। শুধু তাই নয়, রাজ্যে দেড়জনের সরকার চলছে। পিসি এবং ভাইপো সেখানে রয়েছে বলেও আক্রমণ করেছিলেন তৃনমূল কংগ্রেসের প্রাক্তন শীর্ষনেতা। স্বাভাবিক ভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছিলেন যে, তার সঙ্গে দূরত্ব তৈরি কারণেই আজকে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন।

আর বিজেপিতে যোগ দেওয়ার সাথে সাথেই “তোলাবাজ ভাইপো হটাও” বলে শুভেন্দু অধিকারী স্লোগান তোলায় তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। অনেকেই বলতে শুরু করেছিলেন, কেন ইঙ্গিতবহ বক্তব্য দিচ্ছেন শুভেন্দুবাবু! যদি হিম্মত থাকে, কেন তিনি ভাইপোর নাম উচ্চারণ করতে পারছেন না! আর এই পরিস্থিতিতে এবার অবশেষে নিজের অবস্থানে অনড় থেকে ফের আরও একবার “তোলাবাজ ভাইপো” কেন বলেছেন, তার যুক্তি দিলেন শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, এদিন মহিষাদলের জনসভা থেকে এই ব্যাপারে নিজের বক্তব্য পেশ করেন শুভেন্দুবাবু। তিনি বলেন, “তোলাবাজ ভাইপো হটাও বলেছিলাম। খুব গায়ে লেগেছিল। এই তো আস্তে আস্তে এগোচ্ছে, লালা, এনামুল। কে এই বিনয় মিশ্র! পশ্চিমবঙ্গের যুবা তৃণমূল নেতা। তার চারটি বাড়িতে ঢুকে পড়েছে সিবিআই। সভাপতি তোলাবাজ ভাইপো। আমি ভুল কিছু বলিনি।” স্বাভাবিক ভাবেই ঘটনার পর ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে।

এমনিতেই শুভেন্দু অধিকারী গেরুয়া শিবিরে নাম লেখানোর পর তৃণমূলের অস্বস্তি ক্রমাগত বৃদ্ধি পেতে শুরু করেছে। আর তার পর যেভাবে তৃণমূলের যুবরাজ তথা অলিখিত সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে “তোলাবাজ ভাইপো হঠাও” বলে আক্রমণ করেছিলেন শুভেন্দুবাবু, তাতে শাসকদল আরও বিড়ম্বনার মুখে পড়ে গিয়েছিল। আর এবার কেন তিনি এই কথা বলেছেন, তার স্বপক্ষে যুক্তি দিয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে আরও চাপের মুখে ফেলে দিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী বলে মনে করছেন বিশ্লেষকরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলের একাধিক যুবনেতার নাম নিয়ে তাদের কুকীর্তির কথা তুলে ধরে তিনি যে “তোলাবাজ ভাইপো” বলে ঠিক কথাই বলেছেন, তা আরও একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের যুব নেতা বিনয় মিশ্র কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে একটি নোটিশ পাঠানো হয়েছে। জানা গেছে, বিনয় মিশ্র গরু এবং কয়লা পাচার কাণ্ডের ব্যবসায়ী।

স্বাভাবিক ভাবেই তাকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে নোটিশ পাঠানোর পাশাপাশি তার বাড়িতে সিবিআই অফিসারদের উপস্থিতি নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। জানা গেছে, তার বাড়ি থেকে ইতিমধ্যেই তিনটে ল্যাপটপ এবং তিনটি স্মার্টফোন বাজেয়াপ্ত করা হয়েছে। যা থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন একাংশ। আর এই পরিস্থিতিতে তৃণমূলের যুবনেতার বাড়িতে এই সিবিআই হানার পরেই তাকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি।

আর সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী এদিন সেই যুবনেতার নাম উচ্চারণ করেই পরোক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে “তোলাবাজ ভাইপো হটাও” বক্তব্যের স্বপক্ষে আবার আওয়াজ তুলে রীতিমত শোরগোল ফেলে দিলেন। যা বঙ্গ রাজনীতিতে বর্তমানে চর্চার চর্চিত বিষয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!