এখন পড়ছেন
হোম > জাতীয় > বিতর্কিত কথা বলে যোগগুরু রামদেব এবার বড়সড় আইনি জটিলতার মুখে, তীব্র জল্পনা

বিতর্কিত কথা বলে যোগগুরু রামদেব এবার বড়সড় আইনি জটিলতার মুখে, তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কয়েকদিন যাবত পতঞ্জলির কর্ণধার রামদেব বাবাকে নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। যোগগুরু রামদেব বাবা ইদানিংকালে অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রসঙ্গত, করোনার মারাত্মক আঘাতকে প্রতিহত করতে দিনরাত এক করে নিজেদের কাজ করে চলেছেন চিকিৎসকরা। তাঁদের দেওয়া ওষুধ খেয়ে জীবন ফিরে পাচ্ছেন অনেকেই। কিন্তু রামদেব বাবা সেই অ্যালোপ্যাথি চিকিৎসায় ব্যবহৃত ওষুধ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এমনকি তাঁর দাবি, অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার ফলে এত মৃত্যু হয়েছে করোনায়। খুব স্বাভাবিকভাবেই এই বিতর্কের ফলে দেশের চিকিৎসক মহল ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে রামদেব বাবার প্রতি।

রামদেব বাবা সংক্রান্ত এই বিতর্ক চলাকালীন বুধবার আবারও একটি ভিডিও প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও সেই ভিডিও এখনো পর্যন্ত পরীক্ষা করে দেখেনি প্রিয় বন্ধু মিডিয়া। তবে সূত্রের খবর, ভিডিওতে রামদেব বাবাকে বলতে দেখা গেছে ‘সাধু রামদেবকে গ্রেফতার করার সাহস নেই কারও। ওরা শুধু বকবক করছে। ওটাই ওরা ভালো পারে। করুক।’ অন্যদিকে রামদেব বাবার এই দাবি ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি রামদেব বাবার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ দায়ের করেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এমনকি তাঁরা জানিয়েছেন, ভ্যাকসিন নেওয়ার ফলে বহু মানুষের প্রাণ বেঁচেছে এবং তা প্রমাণিত।

কিন্তু রামদেব বাবার দাবি, করোনা ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়ার পরেও প্রায় 10,000 ডাক্তার মারা গিয়েছেন শুধুমাত্র অ্যালোপ্যাথি ওষুধ নেওয়ার জন্য। রামদেব বাবার এই কথাই ডাক্তারদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। রামদেবের বিরুদ্ধে ইতিমধ্যেই সুপ্রিমকোর্ট এবং হাইকোর্টেও আইসিএমআর এর পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। ডাক্তারদের দাবি, তাঁরা নির্দিষ্ট গাইডলাইন মেনে কাজ করেন। সুতরাং যদি কেউ মনে করেন বা দাবি করেন, অ্যালোপ্যাথি ওষুধের জন্য মানুষ মারা যাচ্ছে তাহলে তা ভারত সরকারের বিরুদ্ধে কথা বলা। তাই এহেন রামদেবের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত বলে দাবি করছেন চিকিৎসকরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যাচ্ছে ইতিমধ্যেই যোগগুরু রামদেবের বিরুদ্ধে প্রায় হাজার কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। অবশ্য পতঞ্জলি সংস্থা থেকে দাবি করা হয়েছে, রামদেব বাবার বক্তব্যকে সঠিকভাবে দেখানো হচ্ছেনা। তিনি অ্যালোপ্যাথি চিকিৎসার বিরোধিতা করেননি। তবে এখনো পর্যন্ত রামদেব বাবার মুখ এ ধরনের কোনো কথা শোনা যায়নি। বরং অ্যালোপ্যাথিক ওষুধের বিরুদ্ধে বরাবর তিনি বলে এসেছেন। করোনা পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে হোমরা চোমরা প্রত্যেকেই চিকিৎসকদের শরণাপন্ন হয়েছেন।

আর সেখানে ডাক্তাররা অ্যালোপ্যাথিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করে দিয়েছেন বেশ কিছু জনকে। আবার অনেকেই শারীরিক অসুস্থতার কারণে মারাও গেছেন। সেক্ষেত্রে কোনোভাবেই কোনো নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতিকে দোষারোপ করা উচিত নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আপাতত রামদেব বাবার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা নিয়ে প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের আইন আদালত কী সিদ্ধান্ত গ্রহণ করে সেদিকেই নজর থাকছে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!