এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিতর্কিত মন্তব্য নিয়ে সাফাই দিলেন দিলীপ ঘোষ, নিম্বুপানি খাইয়ে হজম শক্তি বাড়ানোর নিদান!

বিতর্কিত মন্তব্য নিয়ে সাফাই দিলেন দিলীপ ঘোষ, নিম্বুপানি খাইয়ে হজম শক্তি বাড়ানোর নিদান!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন সভা সমিতিতে বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় দিলীপ ঘোষকে। নানা সময় তার এই মন্তব্য নিয়ে ঝড় উঠেছে গোটা বাংলা জুড়ে। বিরোধীদের পক্ষ থেকে যেমন দিলীপ ঘোষের এই ভাষা সংস্কৃতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, ঠিক তেমনই দিলীপবাবুর এই মন্তব্য যথেষ্ট অস্বস্তিতে ফেলে দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। কিন্তু নানা সময় তার এই চাঁচাছোলা ভাষায় আক্রমণ বাংলার সংস্কৃতির বিরুদ্ধ বলে দাবি করা হলেও, তা নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা করতে দেখা যায়নি বিজেপির রাজ্য সভাপতিকে।

উল্টে নিজের অবস্থানেই অনড় থাকতে দেখা গেছে তাকে‌। স্বাভাবিক ভাবেই এই গোটা ঘটনার জেরে অস্বস্তি ক্রমশ বেড়েছে গেরুয়া শিবিরের‌। বর্তমানে বাংলার বিধানসভা নির্বাচন চলছে। আর সেই নির্বাচনে একের পর এক বিভিন্ন ইস্যুতে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে দিলীপবাবুকে। কখনও বা দেখে নেওয়ার হুঁশিয়ারি দিতে দেখা যাচ্ছে তাকে।

আর এই পরিস্থিতিতে বাংলা ও বাঙ্গালীর স্বভাব বিরুদ্ধ আচরণ করে দিলীপ ঘোষ কেন এই ধরনের মন্তব্য করছেন, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। তবে তার মন্তব্য নিয়ে নানা মহলে প্রশ্ন তৈরি হলেও এবার নিম্বুপানি খাইয়ে সকলকে হজম শক্তি বাড়িয়ে দেওয়ার নিদান দিলেন বিজেপির রাজ্য সভাপতি।

সূত্রের খবর, সোমবার দুপুরে ময়ূরেশ্বরের কোটাসুরে দলীয় প্রার্থী শ্যামাপদ মন্ডলের সমর্থনে একটি সভা করেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। আর সেখানেই তাঁর এই মন্তব্যকে বিতর্কিত মন্তব্য বলে নানা মহলের তরফ থেকে প্রশ্ন করা হলে সেই প্রশ্নের জবাব দিতে দেখা যায় তাকে।

দিলীপ ঘোষ বলেন, “আমি যখন কোনো কথা সোজা করে বলি, তখন বলে বিতর্কিত কথাবার্তা। আসলে হজম করতে পারে না। হজম শক্তি বাঙালির একেবারে কমে গিয়েছে। নিম্বুপানি খাইয়ে আমরা সবার হজম শক্তি বাড়িয়ে দেব।” আর নিজের বক্তব্যে অনড় থাকার পাশাপাশি দিলীপ ঘোষ যেভাবে বাঙালির হজম শক্তি কমে গিয়েছে বলে দাবি করলেন, তা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে গোটা রাজ্যজুড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, দিলীপবাবু এই বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন, তিনি যখন যা বক্তব্য পেশ করেন, তখন তা অত্যন্ত সোজা ভাষায় বলেন। তাই তার বক্তব্য নিয়ে নানা মহলে প্রশ্ন তৈরি হলেও, তাতে তিনি বিন্দুমাত্র বিচলিত নন। পর্যবেক্ষকদের একাংশ বলছেন, কখনও মাটিতে পুঁতে দেওয়া, আবার কখনও বা দেখে নেওয়ার হুমকি দিতে শোনা গেছে দিলীপ ঘোষকে। বিরোধীদের পক্ষ থেকে তার এই ধরনের মন্তব্য কেন, তা নিয়ে বারবার প্রশ্ন তোলা হয়েছে। কিন্তু তারপরেও সেই মন্তব্যের জন্য কোনোরকম অনুশোচনা করতে দেখা যায়নি বিজেপির রাজ্য সভাপতিকে।

শুধু বিরোধী দলের তরফ থেকে নয়, তার দলের পক্ষ থেকেও রাজ্য সভাপতির এই মন্তব্যের জন্য অস্বস্তিতে পড়তে হয়েছে রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্বকে। কিন্তু তার পরেও বিন্দুমাত্র বিচলিত হননি দিলীপ ঘোষ। আর এবার রামপুরহাটের সভায় উপস্থিত হয়ে নিজের পক্ষ অবলম্বন করে তিনি যা বলেন, তা অত্যন্ত সোজা ভাষায় বলেন বলে দাবি করলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ।

এক্ষেত্রে পরোক্ষে বাঙালির হজম শক্তি কমে গেছে বলে বাংলা ও বাঙালিকে খাটো করার চেষ্টা করলেন বিজেপির রাজ্য সভাপতি বলে দাবি করছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!