এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিতর্কিত স্লোগান এর জেরে গ্রেফতার বিজেপি নেতাসহ তিন, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে

বিতর্কিত স্লোগান এর জেরে গ্রেফতার বিজেপি নেতাসহ তিন, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত দু’দিন ধরে রাজ্যে বিতর্কিত স্লোগান নিয়ে চলছে তীব্র চাপানউতোর। প্রথমে রাজ্যের শাসক দলের মিছিল থেকে ওঠে বিতর্কিত স্লোগান আর গতকাল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর রোড শো থেকে আবারও ওঠে বিতর্কিত ‘গোলি মারো’ স্লোগান। খুব স্বাভাবিকভাবেই এই নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে প্রবল সমালোচনা। স্লোগান কাণ্ডে তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক চাপানউতোর যখন তুঙ্গে, ঠিক সে সময় পুলিশের হাতে ধরা পরল স্লোগান এর পেছনের কণ্ঠধারীরা। গতকাল শুভেন্দু অধিকারীর রোড শো ছিল চন্দননগরে, আর সেখানে হঠাৎই শোনা যায় ‘গোলি মারো’ স্লোগান।

প্রসঙ্গত, তার আগেরদিন তৃণমূলের শান্তি মিছিল থেকে হঠাৎ করেই প্রায় ‘গোলি মারো’ গোছেরই বিতর্কিত স্লোগান ওঠে। যা নিয়ে তীব্র সমালোচনা করেছিল গেরুয়া শিবির। কিন্তু গতকাল শুভেন্দু অধিকারীর মিছিল থেকে এধরনের স্লোগান ওঠায় তীব্র অস্বস্তির মুখে পড়ে গেরুয়া শিবির। কিন্তু বিজেপি নেতারা এর যথেষ্ট বিরোধিতাও করেছিল। অন্যদিকে স্লোগান বিতর্ক মাথাচাড়া দিতে না দিতেই চন্দননগর কমিশনারেট অভিযুক্ত বিজেপি নেতা সুরেশ সাউসহ আরও তিন জনকে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করে। স্বাভাবিকভাবেই এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। প্রসঙ্গত, ‘গোলি মারো’ স্লোগান বাংলার নয়, বরং দিল্লিতে বিজেপি নেতা অনুরাগ ঠাকুর এর কন্ঠে প্রথম শোনা গিয়েছিল এটি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই নিয়ে সমালোচনার ঝড় ওঠে দেশজুড়ে। অন্যদিকে, বিতর্কিত স্লোগান নিয়ে তৃণমূল বা বিজেপি বিরোধিতা করলেও বিজেপির মিছিলে বিতর্কিত স্লোগানের জেরে গ্রেফতারের খবর এই মুহূর্তে রাজনৈতিক মহলে যে তীব্র আলোড়ন তুলেছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই বলেই দাবী বিশেষজ্ঞদের। অন্যদিকে একুশের বিধানসভা নির্বাচনের নিরিখে ইতিমধ্যেই নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, রাজ্যজুড়ে নিরাপত্তা বজায় রাখার, হিংসাত্মক কাজকর্ম বন্ধ করার।

এই অবস্থায় বিতর্কিত স্লোগান রাজ্যে হিংসা ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে। আর তাই তড়িঘড়ি গ্রেপ্তার করা হলো বলে দাবি রাজনৈতিক মহলের অনেকেরই। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বিরোধীরা দীর্ঘদিন ধরেই সরব। এমনকি নির্বাচন কমিশনের কাছে গিয়ে তাঁরা এই নিয়ে নালিশ জানাবে বলেও ঠিক হয়েছে। কিন্তু তার আগেই যেভাবে প্রশাসন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে তৎপরতা দেখালো তাতে প্রশ্ন উঠছে, স্লোগান কান্ডে ধরপাকড় করে রাজ্য প্রশাসন কি নির্বাচন কমিশনের সামনে নিজেদের স্বচ্ছতা তুলে ধরতে চাইছে?

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!