এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিতর্কিত তৃণমূল বিধায়ক, কড়া শাস্তির দাবি সুকান্তর! চাপে তৃণমূল!

বিতর্কিত তৃণমূল বিধায়ক, কড়া শাস্তির দাবি সুকান্তর! চাপে তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, তিনি বলছেন, কট্টর বিজেপিদের চমকাতে হবে। আর তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করেই আসানসোল উপনির্বাচনের মাঝে তৈরি হয়েছে শোরগোল। বিজেপির পক্ষ থেকে নির্বাচনের সময় এই ধরনের হুমকি কেন দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

ইতিমধ্যেই গোটা বিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির। আর এই পরিস্থিতিতে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।সূত্রের খবর, এদিন একটি টুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার‌।

যেখানে তিনি লেখেন, “বিজেপি সমর্থকদের হুমকির বিষয়ে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।” স্বভাবতই বিজেপির রাজ্য সভাপতি এই ব্যাপারে সরব হওয়ার কারণে তৃণমূল যে যথেষ্ট চাপে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!