এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিয়েবাড়ির ভবনে অস্থায়ী পার্টি অফিস বিজেপির, সমস্যায় পড়লো গেরুয়া শিবির!

বিয়েবাড়ির ভবনে অস্থায়ী পার্টি অফিস বিজেপির, সমস্যায় পড়লো গেরুয়া শিবির!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  জলপাইগুড়ি শহরে বিয়েবাড়ির ভবন ভাড়া করে চলছে অস্থায়ীভাবে বিজেপির পার্টি অফিসের কাজ। এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে বিজেপিকে। বিয়ে বাড়ির ভবনের অস্থায়ী পার্টি অফিসে গতকাল বিজেপি মহিলা মোর্চার দুর্গা বাহিনীর সদস্যদের আত্মরক্ষার প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল সকালে গিয়ে দেখা গেল দেখা গেল, সে ভবনে চলছে বিয়েবাড়ির প্রস্তুতি। ফলে তীব্র সমস্যায় পড়তে হলে বিজেপি মহিলা মোর্চার সদস্যদের। বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানালেন তাঁরা। শেষপর্যন্ত, রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপে প্রশিক্ষণ শিবির শহরের অপর এক বিয়ে বাড়ির ভবনে স্থানান্তর করা হলো। সমস্যায় পড়লো জেলা বিজেপি শিবির।

জলপাইগুড়িতে এক বিয়েবাড়ির ভবনে অস্থায়ীভাবে চলছে বিজেপির পার্টি অফিস। জলপাইগুড়িতে বিজেপির পুরনো পার্টি অফিস ভেঙে নতুন করে পাটিঅফিস তৈরির পরিকল্পনা নেয়া হয়। গত মে মাসে বিজেপির নতুন পার্টি অফিসের জমির নকশা তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভা অনুমোদন দেয়। তবে, পরবর্তীতে জলপাইগুড়ি তৃণমূল জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যানী অভিযোগ করেছেন যে, বিজেপির পার্টি অফিসের এই জমি হলো ওয়াকফ সম্পত্তির জমি। তাঁর অভিযোগের পর ওই জমির উপর নির্মাণ কাজের স্থগিতাদেশ জারি করে জলপাইগুড়ির পুর প্রশাসক বোর্ড। এরপর জলপাইগুড়ি শহরের ৪ নম্বর ঘুমটি এলাকার ঐতিহ্য ভবন নামে একটি বিয়েবাড়িতে অস্থায়ী ভাবে চলতে থাকে বিজেপির জলপাইগুড়ি জেলা কার্যালয়। মে মাস থেকে ভাড়া নিয়ে যা চলছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে গতকাল মঙ্গলবার বিকেলে বিজেপির অস্থায়ী পার্টি অফিসে বিজেপির মহিলা মোর্চার দুর্গা বাহিনীর সদস্যদের আত্মরক্ষার প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই অনুষ্ঠানের ফ্লেক্স টাঙিয়ে ছিলেন জলপাইগুড়ি বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। কিন্তু গতকাল সকালে মহিলা মোর্চার সদস্যরা পার্টি অফিসে গিয়ে দেখলেন সেখানে তখন চলছে বিয়েবাড়ির প্রস্তুতি। বিয়ের মরসুমে ভাড়া দেয়া হয়েছে এই ভবন।

যা দেখে বিজেপির মহিলা মোর্চার সদস্যের অত্যন্ত ক্ষুব্ধ হন। তাঁরা এ বিষয়টি বিজেপির রাজ্য নেতৃত্বকে জানান। বিজেপির রাজ্য নেতাদের হস্তক্ষেপে প্রশিক্ষণ শিবির স্থানান্তরিত করা হয় জলপাইগুড়ির পান্ডাপাড়ার শ্রীদয়াল ভবনে। এই ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন জলপাইগুড়ির বিজেপির মহিলা মোর্চা সদস্যরা। এ প্রসঙ্গে বিজেপির জলপাইগুড়ি মহিলা মোর্চার জেলা সভাপতি টিনা গাঙ্গুলি জানালেন যে, তাঁদের প্রশিক্ষণ শিবির ঐতিহ্য ভবনে হবে, এই মর্মে ফ্লেক্স দেওয়া হয়েছিল। কিন্তু বিয়ে বাড়িকে ভবন ভাড়া দেওয়ায় খুব সমস্যায় পড়েছিলেন তাঁরা। পরে রাজ্য কমিটির হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়েছে। এই বিষয়টি বিজেপির উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে।

অন্যদিকে, এ প্রসঙ্গে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী জানালেন যে, যতদিন বিজেপির নতুন করে ভবন তৈরি না হচ্ছে, ততদিন অস্থায়ীভাবে একটি ভবন ভাড়া নিয়ে জেলা কার্যালয় এর কাজ চলছে। যার ফলে বিজেপির কিছুটা সমস্যা হচ্ছে। তবে, নতুন করে জায়গা খোঁজার চেষ্টা চালাচ্ছে বিজেপি।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!