এখন পড়ছেন
হোম > অন্যান্য > এবার থেকে বিয়ের আগেই দিতে হবে পৌরুষত্বের পরীক্ষা? আদালতের বিস্ফোরক রায় নিয়ে শোরগোল

এবার থেকে বিয়ের আগেই দিতে হবে পৌরুষত্বের পরীক্ষা? আদালতের বিস্ফোরক রায় নিয়ে শোরগোল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিয়ের পর মেয়েদের নতুন পরিবেশে গিয়ে মানিয়ে নিতে যেমন সমস্যা হয়, তেমনই নতুন জীবন সঙ্গীর সঙ্গে খাপ খাইয়ে চলতেও মুশকিলে পড়েন অনেকে। বস্তুত, বিয়ের পর শারীরিক মিলন একটি বিবাহের অন্যতম অঙ্গ। শুধু তাই নয়, এটি বিবাহের অন্যতম উদেশ্যও বটে।

কিন্তু অনেক ক্ষেত্রেই মেয়েদের বিবাহের পর, স্বামীর যৌন অক্ষমতা, যৌন রোগ প্রভৃতির শিকার হতে হয়। যেহেতু ডাক্তারদের মতে, মেয়েদের যৌন সংসর্গের চাহিদা বা প্রয়োজন বেশি হয়, তাই সেক্ষেত্রে বিয়ের আগে সেই বিষয়ে জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজন। তবে এই বিষয়ে সম্প্রতি অভিনব সিদ্ধান্ত নিতে দেখা গেছে দক্ষিণ ভারতের একটি আদালতকে।

জানা গেছে, দক্ষিণ ভারতের একটি আদালত বিয়ের আগে নারী ও পুরুষের যৌন সক্ষমতা পরীক্ষা বাধ্যতামূলক করার সুপারিশ করেছে। আর যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বস্তুত, মাদ্রাজ হাই কোর্টের একজন বিচারকের মতে বর্তমানে এই পরীক্ষা প্রয়োজন হয়ে পড়েছে। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে এই সিদ্ধান্তের কারণ হিসেবে বলা হয়েছে, যৌন অক্ষমতা বা শীতলতার কারণে ভারতে প্রচুর বিয়ে ভেঙে যায়, সেই খবর করো অজানা নয়। বিশেষ করে পুরুষরা অনেক সময়েই তাদের যৌন সমস্যার কথা গোপন করে বিয়ে করে। আর এই কারণে নারীর সুস্থ জীবন যাপনের অধিকার লঙ্ঘিত হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এক্ষেত্রে শুধু যৌন অক্ষমতাই নয়, যৌনবাহিত রোগ শনাক্ত করতেও মাদ্রাজ হাইকোর্ট বিয়ের আগেই এই পরীক্ষা চালানোর কথা বলা হয়েছে বলে জানা গেছে। বিচারকের মতে, ডাক্তাররা যদি আগে থেকেই পরীক্ষা করে এই সমস্যা ধরতে পারেন, তাহলে যৌন সমস্যা গোপন করে অক্ষম পুরুষদের বিয়ে করার ঘটনাও ঠেকানো যাবে।

এতে দুভাবে সুবিধা হবে। প্রথমত মেয়েদের প্রতারিত হওয়া থেকে আটকানো যাবে। অন্যদিকে সেই সঙ্গে যেসব পুরুষ তাদের যৌন দুর্বলতার কথা গোপন করে বিয়ে করছে ও স্ত্রীদের প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা যাবে। আর এই কারণেই তিনি সরকারের কাছে এই প্রস্তাব করেছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে মাদ্রাজ হাই কোর্টের একজন বিচারকের এই প্রস্তাবের পর দক্ষিণ ভারতে স্বাস্থ্য ও সমাজ বিশেষজ্ঞরা এর সমালোচনা করেছেন। এক্ষেত্রে সমাজ ও মনোবিজ্ঞানীদের মতে, যৌন সক্ষমতা যাচাইয়ের এই পরীক্ষা যথাযথ হবে না বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

উল্টে এটা পরাধিকার চর্চা হবে বলেও জানান হয়েছে। কারণ অনেক ক্ষেত্রেই যৌন সমস্যা প্রায়ই অল্প সময়ের জন্যে স্থায়ী হয় বলেই জানা যায়। শুধু তাই নয়, এছাড়াও বহু কারণ থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন কেউ কেউ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!