এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপিকে জেতালেই চিটফান্ডের টাকা ফেরত দেওয়া হবে’ প্রচারে নেমেই বড় প্রতিশ্রুতি শুভেন্দুর!

বিজেপিকে জেতালেই চিটফান্ডের টাকা ফেরত দেওয়া হবে’ প্রচারে নেমেই বড় প্রতিশ্রুতি শুভেন্দুর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –জমে উঠেছে লড়াই। নন্দীগ্রাম যেন এখন সেই লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে। একদা জমি আন্দোলনের আঁতুড়ঘর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে এককালে তারই সতীর্থ শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের এই লড়াই এখন রাজ্য রাজনীতিতে যে হাইপ্রোফাইল হয়ে দাঁড়িয়েছে, তা বলাই যায়। মঙ্গলবার নন্দীগ্রামে পা রেখে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ বুধবার মনোনয়নপত্র দাখিল করবেন তিনি। আর মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র দাখিল করার দিনেই নন্দীগ্রামে রোড শো করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। আর সেই রোড শো- এর পর বিজেপিকে ক্ষমতায় আনলে চিটফান্ডের সমস্ত টাকা ফেরত দেওয়া হবে বলে বড় প্রতিশ্রুতি দিতে দেখা গেল এই বিজেপি নেতাকে।

বলা বাহুল্য, বিগত বেশ কিছু নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছ সারদা-কাণ্ড। যেখানে আর্থিক কেলেঙ্কারির জন্য নাম জড়িয়ে পড়েছিল একাধিক তৃণমূল নেতা থেকে শুরু করে হেভিওয়েট মন্ত্রীর। অনেকে শ্রীঘর পর্যন্ত গিয়েছিলেন। স্বাভাবিক ভাবেই এবারের নির্বাচনেও যে দুর্নীতিকে হাতিয়ার করে বিজেপি তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দেবে, তা বলাই যায়।

আর এই পরিস্থিতিতে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও বেশি করে চাপে ফেলে দিতে প্রচারে নেমে একদিকে সারদা ইস্যুকে তুঙ্গে তুলে তৃণমূলকে কটাক্ষ এবং অন্যদিকে বিজেপি ক্ষমতায় আসলে যে হতদরিদ্র মানুষের পাশে থাকবে, তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, “বিজেপিকে ক্ষমতায় আনুন। আমরা চিটফান্ডের টাকা ফেরত দেব।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, শুভেন্দু অধিকারী এই কথা বলে মোক্ষম দাবার চাল চালিয়ে দেওয়ার চেষ্টা করলেন। সূক্ষ্ম কৌশলে তিনি সারদাকাণ্ডের কথা মনে করিয়ে দিলেন সকলকে। অর্থাৎ মানুষের মনে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি যাতে দাগ কেটে থাকে, তার জন্য সূক্ষ্ম কৌশল করেই সারদা প্রসঙ্গ তোলার চেষ্টা করলেন তিনি। এক্ষেত্রে আর্থিক ভাবে প্রতারিত মানুষদের পাশে থেকে তৃণমূলের বিরুদ্ধেই যাতে জনমত যায়, সেই কথা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী।

পাশাপাশি বিজেপি ক্ষমতায় আসলে সর্বস্ব খোয়ানো সাধারণ মানুষদের সমস্ত টাকা ফেরত দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিতে দেখা গেল তাকে। অর্থাৎ মানুষের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি নিয়ে তৃণমূলের বিপক্ষে রায় প্রদানের কৌশল এবং বিজেপির প্রতি যাতে সাধারণ মানুষের সমর্থন আসে, তার জন্য ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!