এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির বিরুদ্ধে ২৫ কোটি টাকা দিয়ে বিধায়ক কেনার অভিযোগ আনলেন স্বয়ং মুখমন্ত্রী, দলীয় বিধায়করা কি এবার পদ্মমুখী?

বিজেপির বিরুদ্ধে ২৫ কোটি টাকা দিয়ে বিধায়ক কেনার অভিযোগ আনলেন স্বয়ং মুখমন্ত্রী, দলীয় বিধায়করা কি এবার পদ্মমুখী?


বিজেপির বিরুদ্ধে ২৫ কোটি টাকা দিয়ে বিধায়ক কেনার অভিযোগ আনলেন মুখমন্ত্রী রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতে।আর যা ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তবে এই সরকারের দলীয় বিধায়করা কি এবার পদ্মমুখী? কর্নাটক, মধ্যপ্রদেশ ও গুজরাতে হই বিজেপির বিরুদ্ধে ‘ঘোড়া কেনাবেচা’র অভিযোগ উঠেছিল কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে। আর এবার যুক্ত হলো রাজস্থান।

রাজ্যসভায় রাজস্থানের তিনটি আসনে নির্বাচন আগামী ১৯ জুন আর তার আগে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের অভিযোগ করলেন যে, কংগ্রেস বিধায়কদের দলে নিয়ে যেতে মধ্যপ্রদেশের মতো রাজস্থানেও টাকার টোপ দিচ্ছে বিজেপি। কংগ্রেস ও নির্দল বিধায়কদের নিজেদের দলে আনার জন্য ২৫ কোটি টাকা করে দেওয়ার টোপ দিচ্ছে বিজেপি যা ঘিরে শোরগোল পরে গেছে। যদিও তিন আরো বলেন যে, অগ্রিম ১০ কোটি টাকা দেওয়ারও লোভ দেখাচ্ছে বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই কারণেই কংগ্রেস সাবধানী হয়েছে তারা দলীয় বিধায়কদের জয়পুরের ‘শিব বিলাস’ রিসর্টে লুকিয়ে রেখেছে বলে জানা গেছে। নিয়ে যাওয়া হয় ১৫ জন নির্দল বিধায়ককেও। সাথেই যাতে তাদের সাথে কেউ দেখা বা যোগাযোগ করতে না পারে তার জন্য তার বাইরে পুলিশ পাহারাও রয়েছে। যদিও এনিয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।রাজস্থান বিজেপির সভাপতি সতীশ পুনিয়া বলেছেন, “এতে প্রমাণ হচ্ছে নিজেদের বিধায়কদের উপরেই আস্থা, ভরসা নেই ক‌ংগ্রেসের।” বিজেপির শুরে সুর মিলিয়ে নির্দল বিধায়ক মহাদেও সিংহ খান্ডলা বলেছেন, “আমি কংগ্রেসের সঙ্গেই রয়েছি। আমি কোনও টোপ গিলিনি।’’

প্রসঙ্গত, বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয়, এর আগেও কর্ণাটক, মধ্যপ্রদেশ ও গুজরাতে এমন অভিযোগ উটেছে। কর্নাটকে জোট সার্কেলকে সরিয়ে ক্ষমতায় এসেছে ইয়েদুরাপ্পা সরকার। কয়েক মাস আগে মধ্যপ্রদেশে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তাঁর কয়েক জন অনুগামী নিয়ে বিজেপিতে যোগ দেওয়ায় সেখানকার কংগ্রেস সরকার পড়ে যায়, যার ফলে সরকার দখল করে বিজেপি। আর এবার ফের এই অভিযোগ ওঠায় স্বাভাবিকভাবেই রাজনৈতিকমহলে প্রশ্ন উঠেছে তবে কি এবার রাজস্থানের পালা?

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!