এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপি অবাঙালি পার্টি? আজ এই নিয়ে স্পষ্ট নিজের বক্তব্য জানিয়ে দিলেন দিলীপ ঘোষ!

বিজেপি অবাঙালি পার্টি? আজ এই নিয়ে স্পষ্ট নিজের বক্তব্য জানিয়ে দিলেন দিলীপ ঘোষ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিভিন্ন সময়ে রাজ্যে সভা করতে এসেছেন বিজেপির সর্বভারতীয় নেতা নেত্রীরা। নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয় একাধিক বিজেপি নেতা হিন্দি ভাষায় রাজ্যে এসে বক্তব্য রেখেছেন। আর বাংলায় সর্বভারতীয় নেতাদের এই হিন্দি কথোপকথনে বারবার কটাক্ষ করতে দেখা গেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। ঘাসফুল শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, যারা বাংলা বলতে জানে না, বাংলা পড়তে জানে না, তারা বাংলায় ক্ষমতা দখল করবে, এটা দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়।

অর্থাৎ বিজেপিকে বারবার “বাংলাবিদ্বেষী” বলে প্রমাণ করতে চেয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু 2021 এ বাংলার ক্ষমতা দখল এখন ভারতীয় জনতা পার্টির কাছে প্রধান লক্ষ্য। তাই তৃণমূল বিজেপিকে “বাংলা বিদ্বেষী” বলে প্রমাণ করতে চাইলেও, তা সম্পূর্ণরূপে নস্যাৎ করে দিয়ে এই ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সূত্রের খবর, বুধবার রাজ্য বিজেপির দ্বিতীয় ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। যেখানে বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। কিন্তু প্রধানমন্ত্রী ক্যাবিনেট বৈঠক ডাকায় শেষ পর্যন্ত ইচ্ছা থাকলেও এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি। তবে সেখানে বক্তব্য রাখেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ ভূপেন্দ্র যাদব। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলা থেকে নির্বাচিত বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, এস এস আলুওয়ালিয়া সহ অন্যান্যরা। আর স্বাভাবিকভাবেই এই অনুষ্ঠানে বিজেপির অন্যান্য নেতা নেত্রীদের উপস্থিতিতে পাশাপাশি উপস্থিত থাকতে দেখা যায় রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনুষ্ঠান থেকেই বিজেপিকে যারা বাংলা বিদ্বেষী বলে কটাক্ষ করছে, তাদের পাল্টা কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “বিজেপি বাঙালির পার্টি নয় যারা বলে, তাদের বলছি, তোমাদের জন্মের আগে থেকে আমরা বাংলা ভাষার সেবা করে আসছি। বাংলার জন্য কোনো পার্টি যদি কাজ করে থাকে, তাহলে সেটা হচ্ছে শ্যামাপ্রসাদের জনসঙ্ঘ।” বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সময়ে দীলিপবাবুর এই মন্তব্য সত্যিই তাৎপর্যপূর্ণ। কেননা তারা চাইছে, বাংলার ক্ষমতা দখল করতে। সেদিক থেকে তৃণমূলের পক্ষ থেকে বিজেপিকে সবথেকে বেশি যে বিষয়টা তুলে ধরে কটাক্ষ করা হচ্ছে, তা হল বিজেপি নেতারা বাংলার প্রতি বিমাতাসুলভ আচরণ করছে এবং বিজেপি বাংলার সংস্কৃতি জানে না।

এমনকি মানুষের কাছে তৃণমূলের পক্ষ থেকে এই প্রচার করায় কিছুটা হলেও চাপে পড়েছে ভারতীয় জনতা পার্টি। তাই তৃণমূলের এই প্রচারকে ফিকে করতে ভার্চুয়াল সভায় বিজেপি সবথেকে বেশি বাংলার সেবা করেছে বলে দাবি করলেন দিলীপ ঘোষ। এদিকে এদিনের সভায় উপস্থিত হয়ে বাংলা তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হন বিজেপি সাংসদ ভূপেন্দ্র যাদব। তিনি বলেন, “বাংলায় বদলের সময় এসে গিয়েছে। বাংলার উন্নয়ন করতে বিজেপিকে দরকার। গরিব বিরোধী এই তৃণমূল সরকারকে হটানোর সময় এসেছে।” সব মিলিয়ে এবার লকডাউনের মুহূর্তে ভার্চুয়াল সভাকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে জনমত তৈরি করতে নিজেদের বক্তব্য মানুষের কাছে পৌঁছে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!