এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির আচ্ছে দিন নিয়ে চরম কটাক্ষ, কি বললেন অভিষেক!

বিজেপির আচ্ছে দিন নিয়ে চরম কটাক্ষ, কি বললেন অভিষেক!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দেশে আচ্ছে দিনের সরকার প্রতিষ্ঠা হবে বলে ক্ষমতায় এসেছিল ভারতীয় জনতা পার্টি। কিন্তু বিজেপি মানুষের সর্বনাশ করছে বলে প্রতিটি সময় সোচ্চার হতে দেখা যায় তৃণমূল কংগ্রেসকে। আর এবার নবজোয়ার যাত্রা থেকে সেই আচ্ছে দিনকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিজেপিকে নিশানা করলেন তিনি

প্রসঙ্গত, এদিন তৃণমূলের নবজোয়ার কর্মসূচি থেকে বিজেপির আচ্ছে দিন নিয়ে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপি বলেছিল, ভোটে জিতলে আচ্ছে দিন আসবে। আজকে 800 টাকার গ্যাস 1200 টাকা। কেরোসিন তেল 15 টাকা থেকে 120 টাকা, এটাই হচ্ছে বিজেপির আচ্ছে দিন।”

পর্যবেক্ষকদের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে চাপে ফেলে দেওয়ার চেষ্টা করলেন। বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, বিজেপি মানুষকে শোষণ করছে। দ্রব্যমূল্যের বাড়বাড়ন্ত হয়েছে এই বিজেপি সরকারের আমলে। তাই সেই আচ্ছে দিনের নমুনা তুলে ধরে গেরুয়া শিবিরকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কটাক্ষ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!