এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার নাগরিকত্ব সংশোধনী নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ অধীর চৌধুরীর, জোর চাঞ্চল্য

এবার নাগরিকত্ব সংশোধনী নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ অধীর চৌধুরীর, জোর চাঞ্চল্য

 

নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হওয়ার পরে সব থেকে বেশি যে দলকে প্রতিবাদ করতে দেখা গেছে, তার নাম হল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের শাসক দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই আইনের বিরোধিতা করে রাস্তায় নেমেছেন। তবে এই আইনের বিরুদ্ধে বিরোধিতা বজায় রাখলেও, সেইভাবে ভারতবর্ষের প্রধান বিরোধীদল কংগ্রেসকে এই ইস্যুর বিরুদ্ধে গর্জে উঠতে দেখা যায়নি। যা নিঃসন্দেহে নানা মহলে জল্পনা সৃষ্টি করেছিল।

পশ্চিমবঙ্গের তৃণমূল বিজেপির এই আইনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেও যদি অন্যান্য বিজেপি বিরোধী দলগুলো তৃণমূলের পাশে থাকতো তাহলে প্রতিবাদ আরো সংগঠিত হতে বলে মনে করেছিল রাজনৈতিক মহল। আর এবার তৃণমূলের পাশে থেকে প্রতিবাদ না করলেও, নাগরিকত্ব সংশোধনী ইস্যুতে বিজেপিকে ওপেন চ্যালেঞ্জ করলেন লোকসভায় কংগ্রেসের নেতা তথা বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

সূত্রের খবর, শনিবার বিকেলে মুর্শিদাবাদের লালগোলার এম এন একাডেমি হাইস্কুল মাঠের সভায় উপস্থিত হন অধীরবাবু্। আর সেখানেই এনআরসি ইস্যুতে গর্জে উঠতে দেখা যায় তাকে। তিনি বলেন, “আমার বাপ ঠাকুরদা বাংলাদেশের মানুষ। বিজেপির ক্ষমতা থাকলে আমাকে বাংলাদেশ পাঠাক। আসলে বিজেপি ধর্মের নামে দেশ চালাতে চাইছে। বাকি সম্প্রদায়ের সঙ্গে মুসলমানকে আলাদা করে বিভাজনের নীতি গ্রহণ করেছে। কিন্তু ভুললে চলবে না ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ সাধারণতন্ত্রে বিশ্বাস। এই বিশ্বাস কোনভাবেই ভাঙতে দেওয়া যাবে না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধীতার মাঝেই কংগ্রেসের অধীর চৌধুরীর বিজেপিকে ওপেন চ্যালেঞ্জ রীতিমতো তাৎপর্যপূর্ণ। তবে শুধুমাত্র বিজেপিকে কটাক্ষ করেই থেমে থাকেননি অধীর চৌধুরী। এদিন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন বহরমপুরের এই কংগ্রেস সাংসদ। তিনি বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী, আপনি বলছেন রাজধর্ম পালন করা উচিত। ভালো লাগল।

কিন্তু আপনি রাজধর্ম পালন করলে বাংলায় বিজেপির রমরমা হত না। বাংলায় মমতার জন্যই লোকসভায় বিজেপি 18 টা আসন পেয়েছে। তাই দিদিকে বলব, আপনি রাজধর্ম পালন করুন। বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধে বাংলায় ভোট করেছেন। আপনি বিজেপির জমানায় মন্ত্রী ছিলেন।যদি নীতি-আদর্শ থাকে, তাহলে বিজেপির সঙ্গে জোট করে অন্যায় করেছিলাম, একথা বলুন।”

বিশ্লেষকরা বলছেন, নাগরিকত্ব সংশোধনী ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা চরম আকার ধারণ করেছে। যা নিঃসন্দেহে বিজেপি বিরোধী দলগুলোর কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। তাই এই পরিস্থিতিতে দেশের সবথেকে প্রধান বিরোধী দল হিসেবে পরিচিত কংগ্রেস যদি চুপ থাকে, তাহলে ব্যাপারটি ভালো হবে না। আর তা আঁচ করেই এবার ময়দানে নেমে এই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী।

শুধু তাই নয়, তৃণমূলের তরফে যেভাবে এই আইনের বিরোধিতা করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলে বিজেপি-তৃনমূলের সমঝোতা তুলে ধরলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ। যার মাধ্যমে তৃণমূলের পক্ষ থেকে এই ইস্যুতে বিরোধিতা প্রশ্নচিহ্নের মুখে ফেলে দেওয়ার চেষ্টা করলেন অধীর চৌধুরী বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!