এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > BREAKING NEWS – উপনির্বাচনে ২ আসনে বিজেপি প্রার্থীর নাম প্রায় চূড়ান্ত হয়ে গেল

BREAKING NEWS – উপনির্বাচনে ২ আসনে বিজেপি প্রার্থীর নাম প্রায় চূড়ান্ত হয়ে গেল

লোকসভা নির্বাচনের আবহে রাজ্যে বড়সড় ধাক্কা লেগেছে তৃণমূল কংগ্রেসের ভোটব্যাঙ্কে। আলাদা আলাদা লড়তে গিয়ে কার্যত ভরাডুবি হয়েছে বামফ্রন্ট ও কংগ্রেসের। আর উল্টোদিকে গোটা রাজ্যজুড়ে তীব্র উত্থান হয়েছে বিজেপির। এই অবস্থায়, রাজ্যের বর্তমান রাজনৈতিক অবস্থার অ্যাসিড টেস্ট হতে চলেছে আগামী ২৫ শে নভেম্বর। ওইদিন রাজ্যের ৩ বিধানসভা আসনে হবে নির্বাচন। আর সেই নির্বাচনেই কার্যত ঠিক হয়ে যাবে – আসন্ন লোকসভা নির্বাচনে বাংলার মানুষ কোন দলকে ক্ষমতায় দেখতে চাইছে।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে সেই আসনটি খালি হয়েছে। অন্যদিকে, নদীয়ার করিমপুরের তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্র ও খড়্গপুরের বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হয়ে ওই দুই বিধানসভা আসন থেকে পদত্যাগ করেছেন। আর সেই শূন্যস্থান পূরণ করতেই এই তিন আসনে উপনির্বাচন হবে আগামী ২৫ শে নভেম্বর। আর সেই উপনির্বাচনের জন্য কার্যত দুই আসনে প্রার্থী চূড়ান্ত করে ফেলল বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, করিমপুর আসন থেকে বিজেপি প্রার্থী হতে চলেছেন হেভিওয়েট রাজ্যনেতা জয়প্রকাশ মজুমদার। গতকাল, বিজেপির রাজ্যস্তরে এক বৈঠক হয়। যেখানে স্বয়ং বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জয়প্রকাশবাবুর নাম প্রস্তাব করেন করিমপুর আসনের জন্য। আর সেই নাম সর্বসম্মতভাবে পাশ হয়ে যায়। ফলে কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসে এবার নির্বাচনের টিকিট পেতে চলেছেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ, বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

করিমপুরের পাশাপাশি রাজ্য বিজেপি চূড়ান্ত করে ফেলেছে খড়্গপুরের প্রার্থীও। এই আসনের জন্য রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ নেতা হিসাবে পরিচিত খড়্গপুর শহর বিজেপির সভাপতি প্রেমচাঁদ ঝায়ের নাম চূড়ান্ত করেছে রাজ্য বিজেপি বলে জানা গেছে। তবে, দুই আসনের প্রার্থীর নাম চূড়ান্ত হয়ে গেলেও কালিয়াগঞ্জ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয় নি বলেই জানা গেছে। সূত্রের খবর, দুই আসনের জন্য ওই দুই নাম দিল্লিতে কেন্দ্রীয় অনুমোদনের জন্য পাঠানো হবে – সেখান থেকেই চূড়ান্ত সিলমোহর পড়বে প্রার্থীদের নামে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!