এখন পড়ছেন
হোম > রাজ্য > আগামী ১৫ দিনে দেশের এক লক্ষ বুদ্ধিজীবী দেখবেন গত চার বছরে বিজেপির গৌরব গাথা

আগামী ১৫ দিনে দেশের এক লক্ষ বুদ্ধিজীবী দেখবেন গত চার বছরে বিজেপির গৌরব গাথা


শনিবার কেন্দ্রে মোদী সরকারের ৪র্থ বর্ষপূর্তি হলো। আগামী বছর ২০১৯ সালে লোকসভা নির্বাচন। আর এদিন থেকেই লোকসভা নির্বাচনের প্রথামিক পর্যায়ের প্রচার কাজ শুরু করে দিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। নয়া স্লোগান ও একটি তিন মিনিটের ভিডিও প্রকাশ করে  এই প্রচারের পর্বের সূচনা হয়েছে। জানা যাচ্ছে আগামী পনেরো দিনে দেশের এক লক্ষ বিশিষ্ট মানুষের সঙ্গে জনসংযোগের পরিকল্পনার সফল বাস্তবায়ন করতে চলেছে গেরুয়া শিবির।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোস্যাল নেটওয়ার্কিং সাইটে ট্যুইট করে লিখলেন দেশের সমস্ত মানুষকে কেন্দ্রীয় সরকারের প্রতি বিশ্বাস রাখার জন্য ও তাদের কাজ চালাতে সাহায্য করার জন্যে ধন্যবাদ। জানা গিয়েছে রবিবার থেকেই জনসংযোগের মাধ্যমে গেরুয়া শিবির তাদের প্রচারপর্বের কাজ শুরু করতে চলেছে। কেমন হতে চলেছে এই প্রচার সেই বিষয়ে খতিয়ে দেখতে গিয়ে জানা গেলো দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরুণ সিং প্রচারপর্বের বিস্তারিত বিবরণ সম্বলিত একটি করে চিঠি সমস্ত রাজ্যের বিজেপি নেতৃত্ব ও কেন্দ্রীয় নেতাদের পাঠিয়েছেন। সেখানে বলা আছে রবিবার থেকে শুরু করে পরবর্তী পনেরদিন ধরে প্রতিটি বিজেপি নেতা ২৫ জন করে বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেই সাক্ষাৎ পর্বে তাঁরা সেই বিশিষ্ট ব্যক্তিদের সম্মুখে গত চারবছরে কেন্দ্রীয় সরকারের কাজের খতিয়ান পেশ করবেন। স্রকারারে প্রতি তাঁদের ধারণা সম্পর্কেও অবগত হবেন বিজেপি নেতারা। এইভাবেই আগামী পনের দিনের মধ্যে এক লক্ষ বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে জনসংযোগ স্থাপন হবে বলে দলীয় নির্দেশনামায় জানা গেছে।  এছাড়াও প্রতিটি রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে সংখ্যালঘু এলাকায় গিয়ে সেখানকার মানুষদের সঙ্গে কথা বলে জনসংযোগ বৃদ্ধির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!