এখন পড়ছেন
হোম > জাতীয় > ফের বিজেপিকে একহাত নিয়ে একগুচ্ছ চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক ব্যানার্জী

ফের বিজেপিকে একহাত নিয়ে একগুচ্ছ চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক ব্যানার্জী


প্রাক্‌ নির্বাচনী পর্বে নদীয়ার ধুবুলিয়া দেশবন্ধু স্কুলের মাঠে নির্বাচনী জনসভায় উপস্থিত হলেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের জনসভা থেকে বিজেপি কে সমালোচনা করে তিনি বললেন, “এমনিতেই দলে নেতা, কর্মী বলে কিছু নেই। কয়েকজন নেতা আসেন এদিক-ওদিক থেকে। দিল্লি থেকে আসেন কয়েকজন। বাংলাও বলতে পারেন না। তাঁরা নাকি বাংলা শাসন করবেন !” একইসাথে তিনি বিজেপি দলের কার্য প্রক্রিয়া সম্পর্কে ধীক্কার জানিয়ে বললেন, “ভিনরাজ্যের একটি কালচারকে জোর জবরদস্তি আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। অন্য রাজ্যেও বিভিন্ন কালচার আছে। আমরা আমাদের রাজ্যে ১০ দিন ধরে দুর্গাপুজো পালন করি। তিনদিন ধরে কালীপুজো করি। অন্নপূর্ণা পুজো করি। আবার ইদও পালন করি। এটাই আমাদের সংস্কৃতি।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এরপরে বিজেপি শিবির কে একপ্রকার চ্যালেঞ্জ করে তিনি বললেন, “যদি বাপের ব্যাটা হও উত্তরপ্রদেশে ১০ দিন দুর্গাপুজো করে দেখাও। মহারাষ্ট্রে তিনদিন কালীপুজো করে দেখাও। হিন্দু ধর্মের জন্য কতটা করতে পারো দেখব।” এর পাশাপাশি সারা দেশে পুঁজিপতি ব্যবসায়ীদের সৌজন্য কয়েক শো কোটী টাকা আর্থিক দুর্নীতি কান্ডের প্রসঙ্গে এনে বললেন, “২১০০ কোটি টাকা মেরে সুদীপ্ত সেন জেলে আছে। ওর সঙ্গে একই মঞ্চ ভাগ করে নেওয়ায় মদন মিত্রর জেল হয়েছিল। আর নীরব মোদি ১২ হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছে। বিজয় মালিয়া ১০ হাজার কোটি টাকা মেরে পালিয়েছে। ওদের সঙ্গে মঞ্চ ভাগ করেছিলেন বিজেপির নেতারা। তাঁদের কেন জেল হবে না ? আসলে এখানে একটা বিষয় আছে। ভারতবর্ষে থাকতে হলে আধার নাও। আর পালাতে হলে ধার নাও।”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!