এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে নতুন পাগল বলে কটাক্ষ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডলের

BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে নতুন পাগল বলে কটাক্ষ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডলের


ফের নির্বাচনের আগে অশালীন মন্তব্য করে সংবাদের শিরোনামে এলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। এবার বিজেপির সর্বভারতীয় সভাপতিকে অমিত শাহকে ‘নতুন পাগল’ বলে কটাক্ষ করে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিলেন তিনি। বললেন, “অমিত শাহ একটা নতুন পাগল। পাগলের মতো কথাবার্তা বলছেন। যখন কেউ নতুন পাগল হয় তখন সে দারুন দৌড়াদৌড়ি করে। চারিদিকে ছোটাছুটি করে। মন্দিরের রাস্তায় শুয়ে পড়ে। যখন পুরোনো পাগল হবে তখন কোথাও চুপচাপ বসে থাকবে। পাগলের অনেক নিয়ম কানুন আছে এ এক(অমিত শাহ) নতুন পাগল।’

সম্প্রতি বাংলায় সভা করতে এসে অমিত শাহ বিজেপি কর্মীদের বলেছিলেন নিজেদের বাড়ির দরজায় ” আমরা বিজেপি কর্মী,আমার পরিবার বিজেপি” এমনটা লিখে রাখতে। সেটা নিয়ে এদিন সাংবাদিকদের তরফ থেকে অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হলে মেজাজ বিগড়ে যায় তাঁর। শালীনতার তোয়াক্কা না করে নিজস্ব ভঙ্গিতেই অমিত শাহকে ‘নতুন পাগল’ বলে কটাক্ষ করেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

লোকসভা ভোটকে টার্গেট করে তারাপীঠে রামপুরহাট ২ নম্বর ব্লকের বুথ ভিত্তিক সম্মেলন করেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সেখানে কর্মীদের কাছ থেকে প্রতিটি বুথের হিসাব এবং লোকসভা ভোটের ব্যবধানের সমীক্ষা চান তিনি। কোন বুথে কত লীড দিতে পারবে তৃণমূল প্রার্থীরা সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নেন তিনি। যদি প্রতিশ্রুতি অনুযায়ী লীড দিতে ব্যর্থ হন প্রার্থীরা তাহলে তাঁর কোপের মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারী দেন অনুব্রত। সভাশেষে সাংবাদিকদের মুখোমুখি হতেই অমিত শাহ সংক্রান্ত প্রশ্নের জবাবে জাতীয় বিজেপি সভাপতিকে ‘নতুন পাগল’ বলে কটাক্ষ করে সকলের নজর কাড়েন তিনি।

কর্মী সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে ভোলেন না অনুব্রত। নিজস্ব মেজাজেই বলেন বীরভূমের উন্নয়নের জয়গান গেয়ে বলেন,তৃণমূল জামানায় তারাপীঠের যে উন্নয়ন হয়েছে তা আগে কখনো হয়নি। আগে কেউ এখানে এতো ভালো রাস্তা দেখেনি। এখন তো এখানে চারলেনের রাস্তাও রয়েছে।

জেলার উন্নয়ন প্রসঙ্গে সুযোগ বুঝে প্রাক্তন বাম সরকারকে কটাক্ষ করেন অনুব্রত বলেন,””আগের ৩৪ বছর কী অবস্থায় ছিল তারা মা। আর এখন আপনারা সবাই দেখছেন সাতবছর কী ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন তারা মা’কে। তাঁর কোনও আশীর্বাদ কি আমরা পাব না?” অর্থাৎ প্রাক্তন রাজ্য সরকারকে দোষ ত্রুটি তুলে ধরে লোকসভা ভোটের আগে রাজ্যবাসীর কাছে ভোট দাবী করে মাষ্টারস্ট্রোক দিলেন তৃণমূলের এই দাপুটে নেতা।

তবে জাতীয় বিজেপি সভাপতির মতো একজন ব্যক্তিত্বকে পাগল বলে কটাক্ষ করে যে অপমান এদিন করলেন অনুব্রত তার জবাব দিলীপ ঘোষ নিজস্ব স্টাইলে দেবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!