এখন পড়ছেন
হোম > জাতীয় > ব্রেকিং নিউজ – বিজেপির সর্বভারতীয় সভাপতির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের অভিষেক ব্যানার্জির

ব্রেকিং নিউজ – বিজেপির সর্বভারতীয় সভাপতির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের অভিষেক ব্যানার্জির


বিজেপির সর্বভারতীয় সভাপতির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন তৃণমূলের যুব সভাপতি অভিষেক ব্যানার্জি। জানা যাচ্ছে আজ বুধবার কলকাতার নগর দায়রা আদালতে অভিষেকবাবু নিজে এই মামলা দায়ের করেন। কি কারণে মামলা জেনে নিন।

জানা যাচ্ছে এই মাসের ১২ তারিখ কলকাতার মেয়ো রোডে বিজেপির যে যুব মোর্চার সভা ছিল সেই সভা থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ তৃণমূল কংগ্রেস ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন আর সেই কারণেই মামলা। তৃণমূলের দাবি যে অমিত শাহ সেদিন সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন। আর সেই কারণেই তৃণমূলের তরফ থেকে আইনি নোটিশ পাঠিয়ে ৭২ ঘন্টা সময় দিয়ে অমিত শাহকে ক্ষমা চাইতে বলা হয়। কিন্তু অমিত শাহ তা করেন নি। তাই এই মামলা।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কিন্তু প্রশ্ন উঠেছে যে এত দেরি কেন? ৭২ ঘন্টা তো অনেক আগে শেষ হয়ে গেছে। তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে যে ১৬ অগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মৃত্যু হয়। তাঁর প্রয়াণে কেন্দ্রীয় সরকারের তরফে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।আর তার পর বিষ্ণুপুরের একটি দলীয় সভায় ব্যাস্ত ছিলেন অভিষেকবাবু তাই আজ মামলা দায়ের করা হয়েছে।

কবে এই মামলার শুনানি হবে তা জানা যায়নি তবে সম্ভবত সেপ্টেম্বরের প্রথম দিকেই হতে পারে বলে খবর।যদিও এখনো পর্যন্ত এই নিয়ে বিজেপির তরফ থেকে কোনো পতিক্রিয়া পাওয়া যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!