এখন পড়ছেন
হোম > রাজ্য > কেমন চলছে আজকে বিজেপির ডাকা বাংলা বনধ? জেনে নিন

কেমন চলছে আজকে বিজেপির ডাকা বাংলা বনধ? জেনে নিন


ইসলামপুর ছাত্র মৃত্যুর প্রতিবাদে বিজেপি-র ডাকা ১২ ঘণ্টার বনধে কেমন প্রভাব পড়ছে দেখে নিন :-

গোটা রাজ্যের যা খবর পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বনধে সাড়া মিলছে। জানা যাচ্ছে যে আজ রাজ্যের একাধিক জায়গায় রেল অবরোধ করা হয়েছে। সরকারি ও বেসরকারি বাস চলাচল করলেও অন্যদিনের তুলনায় অনেক কম দেখা যাচ্ছে। গাজোলে ৩৪ ও ৮১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছে বিজেপি।

ব্যান্ডেল-কাটোয়া লাইনের ভান্ডার টিকুরিতে রেল অবরোধ হয়েছে। বালুরঘাটের বোল্লা এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছে বিজেপি। অন্যদিকে মেছেদা ও ভোগপুর স্টেশনে অবরোধ করেছে বিজেপি। তমলুকের রাধাবল্লভপুর ও কাকটিয়াতেও শুরু অবরোধ।
কলকাতাতে বনধের প্রভাব পড়লেও তা অনেক কম। প্রায় সব দোকান খোলা। তবে রাস্তায় অন্যদিনের মতো বাস চলাচল করছে না। সাথে মানুষ জন কম। প্রায় রোজকার মতো কর্মব্যস্ত জীবন দেখা যাচ্ছে কলকাতায়।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!