এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির অবস্থা ‘উন্মাদ খুনির মতো’, নজিরবিহীন শারীকি ক্ষোভে বেসামাল গেরুয়া শিবির

বিজেপির অবস্থা ‘উন্মাদ খুনির মতো’, নজিরবিহীন শারীকি ক্ষোভে বেসামাল গেরুয়া শিবির


শনিবার কেন্দ্রের নরেন্দ্র মোদী শাসিত বিজেপি সরকারের চার বছর পূর্তি হলো। এদিনেই বিজেপি কে কার্যত হুঁশিয়ারীদিয়েই এনডিএ জোটের  বিক্ষুব্ধ শরিক শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে বল্লেন, ”বালসাহেব ঠাকরে বিজেপিকে অনেক সহ্য করেছিলেন, আমরা কিন্তু আর বরদাস্ত করতে রাজি নই।” বেশ কিছুদিন যাবত রাজনৈতিক মহল সূত্রে জানা যাচ্ছে  ২০১৯-এর লোকসভা নির্বাচনে জোট করে নয় একক শক্তিতেই প্রতিদ্বন্দ্বীতা করবে শিবসেনা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

অন্তত উদ্ধব ঠকরের এদিনের বক্তব্যে তা স্পষ্ট। এদিনে কেন্দ্রে সরকারের বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী একাধিক ট্যুইট করেছেন সোস্যাল মিডিয়ায়। সেখানে তিনি লিখেছেন , “”এই চার বছরে উন্নয়নের ধারা গণ আন্দোলনের চেহারা নিয়েছে। ভারতের সমস্ত মানুষ এই উন্নয়নের সঙ্গে জড়িয়ে পড়েছেন।”  কিন্তু মোদীর এই বিকাশের দাবিকে কার্যত হুঁশিয়ারী দিয়েই মহারাষ্ট্রের পালঘর লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রচারে উদ্ধব ঠাকরে বলেন, ”কৃষকদের জমি ছিনিয়ে বুলেট ট্রেন প্রকল্প বাস্তবায়িত করতে চাইছে কেন্দ্র। এর বিরুদ্ধে শিবসেনা আন্দোলনে নামবে।” উদ্ধব ঠাকরের মতানুসারে, ”অটলবিহারী বাজপেয়ীর সময়ে যে বিজেপি ছিল, মোদীর আমলে এসে, তা বদলে গিয়েছে। এখন বিজেপি-র অবস্থা উন্মাদ খুনির মতো। তার সামনে যে আসে, তাকেই সে খুন করে।”  বিজেপির সাথে এনডিএ জোটের বাকি শরিকদের সম্পর্কে স্থিতিলতার কারণ প্রসঙ্গে শিবসেনা নেতার বক্তব্য বিজেপির অপকর্ম এবং অপশাসনই এর জন্যে মূলত দায়ী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!