এখন পড়ছেন
হোম > জাতীয় > অস্বস্তি কমাতে দলের বিশেষ কিছু নেতাকে মুখ বন্ধের নির্দেশ দিল গেরুয়া শিবির

অস্বস্তি কমাতে দলের বিশেষ কিছু নেতাকে মুখ বন্ধের নির্দেশ দিল গেরুয়া শিবির


দলের নেতাদের মুখে এবার লাগাম দেওয়ার নির্দেশ দিলো গেরুয়া শিবির। ২০১৮ সালেই দেশের চার রাজ্যের বিধানসভা নির্বাচন এবং আগামী বছর লোকসভা নির্বাচন। এইরকম একটা গুরুত্বপূর্ণ সময়ে দলের পরিচালন সমিতি মনে করছে কিছু নেতা প্রায়শই প্রয়োজনের থেকে অতিরিক্ত মন্তব্য করে দলকে বিপাকে ফেলেন। এমন সব বিতর্কিত নেতাদের মুখ বন্ধ করতে  সম্প্রতি একটি গোপন তালিকা তৈরি করেছে বিজেপি।

এদিকে দলীয় সূত্রে জানা গিয়েছে এই তালিকায় সারা দেশের মোট ২০০ জন নেতার নাম রয়েছে। এর মধ্যে প্রথম সারিতেই বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রবীণ সাংসদের নাম রয়েছে। যাঁরা প্রতি নিয়তই প্রায় সোস্যাল মিডিয়ায় নিজেদের প্রতিক্রিয়া জানায়। তাঁদেরও ভেবেচিন্তে টুইট করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এই প্রসঙ্গে দলের তরফে বলা হয়েছে বিজেপি সভাপতি অমিত শাহ অত্যন্ত সতর্কভাবে বিষয়টি পর্যালোচনা করছেন। তিনিই দলের বিতর্কিত নেতাদের পৃথকভাবে চিঠি দিয়ে সতর্ক করেছেন। সূত্র মারফত জানা গিয়েছে, দলের সকল নেতার উদ্দেশ্যে বিজেপি সভাপতি বলেছেন নারী নির্যাতন, দলিত উত্‍পীড়ন, সংখ্যালঘু ও মন্দির-‌মসজিদের মতো স্পর্শকাতর বিষয়ে বিবৃতি দেওয়ার সময়ে তারা যেন সংবেদনশীল দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন। সেইসঙ্গে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে বলার সময় যেন শালীনতা বজায় রাখেন।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রব্লেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

দলের এক গুরুত্বপূর্ণ নেতা এদিন নিজের প্রতিক্রিয়া জানিয়ে বললেন,  ‘‌অনেক সময় মূল ইস্যু ও রণনীতির কথা ভুলে গিয়ে শুধুমাত্র ভাষণ দেওয়ার নেশায় অনেকেই মস্ত ভুল করে বসে দলের ক্ষতি করেন। সেই কারণেই এই নির্দেশ।’‌ ‌

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!