এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্র থেকে বিজেপিকে হঠাতে বাংলাকে অত্যন্ত গুরুত্ব দিতে চলেছেন কংগ্রেসের শীর্ষনেতৃত্ব

কেন্দ্র থেকে বিজেপিকে হঠাতে বাংলাকে অত্যন্ত গুরুত্ব দিতে চলেছেন কংগ্রেসের শীর্ষনেতৃত্ব


আগামী লোকসভা ভোটে এই রাজ্য থেকেই কেন্দ্রের বিজেপি সরকারকে উৎখাতের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সর্বভারতীয় ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হাতে হাত ধরে চলার বার্তা দিলেও রাজ্য প্রদেশ কংগ্রেসের কিছুটা আপত্তির কারণে সেই তৃণমূলের সাথে সমঝোতায় যেতে রাজি নয় কংগ্রেস।

যদিও বা এখনো নির্বাচনের কিছুটা দেরি, কি তার মাঝখানে কি হবে তা সময়ই বলবে। তবে সময়ের উপর তো আর সবকিছু ছেড়ে দিয়ে বসে থাকা চলে না, তাই তো এবার এই রাজ্যকে দিয়েই আগামী লোকসভা ভোটে নিজেদের ভোটব্যাংক প্রস্তুত করতে আসরে নামছে কংগ্রেস।

ইতিমধ্যেই দেশের পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে যাতে কংগ্রেসের শক্তি অটুট থাকে তার জন্য প্রবল লড়াই চালাচ্ছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী। আর এরই মাঝে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের ঠিক কী কী দাবি দাওয়া রয়েছে তা বুঝতে সেই রাহুল গান্ধীর নির্দেশেই রাজ্যে আসছেন সর্বভারতীয় কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্বরা।

জানা গেছে, এই সাধারণ মানুষের মতামতের উপর ভিত্তি করেই এবার লোকসভা ভোটে কংগ্রেসের ইশতেহার রচনা করা হবে। সূত্রের খবর, এ রাজ্যের বিভিন্ন জেলায় নানা বিষয় নিয়ে জনমত যাচাইয়ে জন্য আগামী 8 নভেম্বর কলকাতায় পা রাখবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম।

বর্তমান কেন্দ্রের বিজেপি সরকারের আর্থিক নীতি, কর নীতি এবং জিএসটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে প্রবল ক্ষোভ রয়েছে তা জেনে ভবিষ্যতে কংগ্রেসের সরকার এলে তা মেটানোর চেষ্টা করবেন বলে সাধারণ মানুষের মন জয় করার কৌশল নিয়েছেন তিনি।

অন্যদিকে আগামী 14 নভেম্বর রাজ্যের শিক্ষা ও শিক্ষাকর্মীদের নিয়ে আলোচনায় বসবেন মুঙ্গারেকর। পাশাপাশি নারী ও শিশু কল্যাণ বিষয়ে সাধারণ মানুষের মতামত জানতে অসমের কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব, সংখ্যালঘু উন্নয়নে সচিন রাও এবং সীমান্ত এলাকায় ঠিক কি সমস্যা রয়েছে সেই ব্যাপারে সাধারণ মানুষের মতামত এবং নিজেদের বক্তব্য পেশ করবেন মুকুল সাংমা।

আগামী লোকসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের সাথে এটিকেই জনসংযোগ হিসেবে ব্যবহার করতে চাইছে হাত শিবির। জানা গেছে, বাংলা দিয়ে শুরু এই মতবিনিময় প্রক্রিয়াটি সব রাজ্যেই করা হবে। পরবর্তীতে যার রিপোর্ট পেশ করা হবে হাইকমান্ডের কাছে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

রাজনৈতিক মহলের মতে, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাই পাখির চোখ সমস্ত রাজনৈতিক দলের কাছে। আর তাইতো বিজেপির পর এবার কংগ্রেসও নিজেদের জনসংযোগ হিসেবে এই বাংলাকেই প্রথম বেছে নিল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!