এখন পড়ছেন
হোম > জাতীয় > ফের বড় ধাক্কা খেলো গেরুয়া শিবির, বিজেপি শাসিত রাজ্যে জয় পেলো কংগ্রেস

ফের বড় ধাক্কা খেলো গেরুয়া শিবির, বিজেপি শাসিত রাজ্যে জয় পেলো কংগ্রেস


তিন রাজ্যে হার হয়েছে বিজেপির। উত্থান হচ্ছে কংগ্রেস। আর সেই ধারা অব্যাহত রাখতে দেখা গেলো অসমে। জানা যাচ্ছে যে, অসমে রাজ্যের ক্ষমতা দখলে থাকলেও, পঞ্চায়েত নির্বাচনে ৫০ শতাংশ আসন দখল করতে পারল না বিজেপি। সেখানে ৪২ শতাংশ আসন দখল করেছে বিজেপি। কংগ্রেস দখল করেছে ৩৪ শতাংশ। এমনটাই জানা যাচ্ছে অসম স্টেট ইলেকশন কমিশনের সূত্রে।

জানা যাচ্ছে যে, ১২ ডিসেম্বর থেকে অসমে পঞ্চায়েত নির্বাচনের গণনা শুরু হয়েছিল আর তাতে দেখা যাচ্ছে যে, ২৬,৭৮৪ টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে, ১১,৩২৫ টি আসন। কংগ্রসের জেতা আসনের সংখ্যা ৮,৯৭০ টি। নির্দলীয়রা জয়ী হয়েছে ৩,০৪৮ টি আসনে। অন্যদিকে, চতুর্থস্থান দখল করেছে রাজ্যে শাসক শিবিরের অন্যতম সদস্য অহম গণ পরিষদ। জানা যাচ্ছে তারা আলাদা ভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। ১,৯৬৩ টি আসন পেয়েছে তারা। বিরোধী এআইইউডিএফ পেয়েছে ১,৩১৯ টি আসন।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শতাংশের হিসাব অনুযায়ী, ৪২ শতাংশ আসন দখল করেছে বিজেপি, কংগ্রেস দখল করেছে ৩৪ শতাংশ। আর ১১ শতাংশের মতো আসন দখল করেছে নির্দলীয়রা। সাত শতাংশের মতো আসন দখল করেছে অহম গণ পরিষদ, আর পাঁচ শতাংশ আসন পেয়েছে এআইইউডিএফ। জানা যাচ্ছে যে,অসমে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল ৫ ও ৯ ডিসেম্বর। ভোট পড়েছিল ৮২ শতাংশের মতো। প্রার্থীর সংখ্যা ছিল ৭৮,৫৭১ জন।

ফলে দেখা যাচ্ছে যে, সামনের লোকসভা ভোটের আগে কংগ্রেস ভালো ফল করছে নির্বাচন গুলিতে। আর এই নিয়ে চাপ ক্রমশ বাড়ছে কেন্দ্রের শাসকদলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!