এখন পড়ছেন
হোম > জাতীয় > সব জল্পনা উড়িয়ে বিজেপিকে রুখতে কংগ্রেসের হাত ধরার নিদান দিল সিপিআই

সব জল্পনা উড়িয়ে বিজেপিকে রুখতে কংগ্রেসের হাত ধরার নিদান দিল সিপিআই

রবিবার কেরলের কোল্লমে সমাপ্ত হলো সিপিআইয়ের ২৩তম পার্টি কংগ্রেস।  সেখানে দলের গৃহীত প্রস্তবনায় বলা হয়েছে বিজেপিই এখন তাদের অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ। গেরুয়া শিবিরের সাথে প্রতিদ্বন্দ্বীতা করার জন্যে  ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক সব শক্তিকেই সংঘবদ্ধ হতে হবে। এদিন পার্টি কংগ্রেসে বিতর্কের শেষে জবাবি ভাষণে সিপিআইয়ের সাধারণ সম্পাদক সুধাকর রেড্ডি স্পষ্টতই জানালেন নির্বাচন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীতার অংশ বিশেষ। তাই দলের স্বার্থে কংগ্রেসের সাথে সমঝোতা করতে হবে। নির্বাচনের সময়ে কোথায় কী অনুপাতে কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দলের সাথে আসন সমঝোতা হবে তা বিবেচনার করার দায়িত্ব রাজ্য গুলির ওপর আগাম দিয়ে রাখলেন কেন্দ্রীয় সিপিআই শীর্ষ নেতৃত্ব।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

পার্টি কংগ্রেসে গ্রহীত এই সিদ্ধান্তে স্বভাবতই উচ্ছ্বসিত বাংলার প্রায় সমগ্র সিপিআই নেতৃত্ব। তাঁরাও ধর্মনিরপেক্ষ সব শক্তিকে একজোট করে লড়াইয়ের পক্ষে। দলের রাজ্য সম্মেলনের আগে কলকাতা জেলা সম্মেলনেই দলের প্রয়োজনে কংগ্রেসের সাথে আসন সমঝোতা করা হবে, এই বিষয়ে প্রথম ভাবনা শুরু করা হয়েছিল।এদিন পার্টি কংগ্রেসের সিদ্ধান্তের ফলে দলের রাজ্য নেতৃত্বের ভাবনায় দলীয় স্বীকৃতির মোহর লাগলো। উল্লেখ্য এই পার্টি কংগ্রেসে পুনরায়  সুধাকর রেড্ডি সিপিআইয়ের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে ৯ থেকে ১১ হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্ত শারীরিক কারণে কেন্দ্রীয় সম্পাদক মন্ডলী থেকে সরে দাঁড়ালে সেই স্থলাভিষিক্ত হয়েছেন পল্লব সেনগুপ্ত। নতুন জাতীয় পরিষদে জায়গা পেয়েছেন জেএনইউ-এর ছাত্র সংসদ থেকে উঠে আসা ছাত্রনেতা কানহাইয়া কুমার। এছাড়াও পশ্চিমবঙ্গ থেকে জাতীয় পরিষদে এলেন উজ্জ্বল চৌধুরী ও চিত্ত দাস ঠাকুর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!