এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপিকে সুযোগ না দিতে জোট শরিককে মনপসন্দ উপহার

বিজেপিকে সুযোগ না দিতে জোট শরিককে মনপসন্দ উপহার


কর্নাটকে নতুন সরকার গড়ার লড়াই এ সমঝোতাকেই বেছে নিয়েছে কংগ্রেস ও জেডি(এস)। জানা যাচ্ছে নতুন সরকার গঠনের পথে যাতে কোনো সমস্যা না আসে তাঁর জন্য দফায় দফায় আলোচনায় বসতে চাইছে এই দুই দল। বিজেপির দিক থেকেই সাবধান থাকতে হচ্ছে তাঁদের।রাজনৈতিক সূত্রের খবর থেকে জানা যাচ্ছে ৩৩ জনের মন্ত্রীসভা হবে এই জোটের তরফ থেকে। যার ভিতর ২০ জন থাকবে কংগ্রেস দলের এবং ১৩ জন থাকবেন জেডিএসের তরফের। মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন জেডি(এস) তরফের কুমারস্বামী এবং উপমুখ্যমন্ত্রীত্বের শপথ নেবেন জি পরমেশ্বর। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মায়াবতী অখিলেশ যাদব,চন্দ্রবাবু নাইডু কে চন্দ্রশেখর রাওতের মতো কট্টর বিজেপি বিরোধী নেতারা। আগামী বুধবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে হতে চলেছে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। জানা যাচ্ছে এই অনুষ্ঠানে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানানোর জন্য সোমবার দিল্লি উড়ে যাচ্ছেন কুমারস্বামী।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা যাচ্ছে কর্নাটকের সিংহাসনে বসে অর্থ দফতরকে নিজের আওতায় রাখতে চান কুমারস্বামী। এ ব্যাপারে আপাতত স্বীকৃতি মিলেছে কংগ্রেসেরও। তবে সিদ্দারামাইয়ার মন্ত্রীসভায় গুরুত্বপূর্ণ দফতর সামলানো কংগ্রেসী নেতা ডি কে শিবকুমারই দফতরটি সামলাক এমটাই দাবী জানিয়েছিলেন কর্নাটকের হাতপার্টি। জানা যাচ্ছে, ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব নেওয়ার সময় ডি কে শিব কুমারই কংগ্রেস ও জেডি(এস) এর বিধায়কদের নিরাপত্তা দেওয়া নেতাদের তালিকায় প্রথম ছিলেন। সেই কাজ যথেষ্ট নিষ্ঠার সঙ্গে পালন করেছেন তিনি। তাই সাফল্য পুরস্কার হিসাবে গুরুত্বপূর্ণ পদ তাঁর ঝুলিতে আসতে পারে বলেই হাল্কা আভাস পাওয়া গেছে কংগ্রেসর তরফ থেকে। তবে এখনো কিছু নিশ্চিত হয়নি। এদিকে সিদ্দারামাইয়ার ভাগ্যে যে কী ঝুলছে তা কিছুই বোঝা যাচ্ছে না। একসময় জেডি(এস) তাকে দল থেকে বের করে দিয়েছিলো দেবগৌড়ার সঙ্গে সংঘর্ষের জেরে। সেইসময় তিনি কংগ্রেসে যোগ দিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী হয়ছিলেন। সিদ্দারামাইয়ার সঙ্গে জেডি(এস) এর সম্পর্ক আদায় কাচকলায়। তাই হয়তো নতুন গঠিত কংগ্রেস-জেডি(এস) নতুন মন্ত্রীসভায় সিদ্দারামাইয়ার নাম থাকবে না। এমনটাই ধারনা রাজনৈতিকমহলের একাংশের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!