এখন পড়ছেন
হোম > জাতীয় > এই বিজেপি নেতা কি এবার দল ছেড়ে কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়াবেন? জল্পনা তুঙ্গে

এই বিজেপি নেতা কি এবার দল ছেড়ে কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়াবেন? জল্পনা তুঙ্গে

আসলে লোকসভা নির্বাচনের আগে দেশজুড়ে দল বদলের হিড়িক শুরু হয়ে গিয়েছে। হাত শিবির থেকে কেউ গেরুয়া শিবির, আবার কেউ বা গেরুয়া শিবির থেকে হাত শিবির – দলবদলের এই ট্র্যাডিশনে বর্তমানে উত্তাল হয়ে উঠেছে জাতীয় রাজনীতি।

আর এহেন একটা পরিস্থিতিতে বিজেপির বিদ্রোহী নেতা হিসেবে পরিচিত বিশিষ্ট অভিনেতা শত্রুঘ্ন সিনহা আসন্ন লোকসভা নির্বাচনে হাত শিবিরের হয়ে লড়তে পারেন বলে বিভিন্ন মহলে জল্পনা উঠতে শুরু করেছে। প্রসঙ্গত, বিজেপিতে থেকেও দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির বিরুদ্ধে মুখ খুলে বিজেপি বিরোধী মহাজোটে শামিল হতে দেখা দিয়েছিল গেরুয়া শিবিরের এই বিদ্রোহী নেতাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যশবন্ত সিনহার পুত্র ও শত্রুঘ্ন সিনহা 2009 সালের পর 2014 সালে বিজেপির টিকিটে জিতের সংসদ হলেও এখন বর্তমানে গেরুয়া শিবিরের সঙ্গে তার সম্পর্ক কার্যত আদায় কাঁচকলায়। তাই এমতাবস্থায় আসন্ন লোকসভা নির্বাচনে তিনি কংগ্রেসের হয়েই তার পুরোনো কেন্দ্র পাটনা সাহিব থেকে লড়তে পারেন বলে খবর পাওয়া গেছে।

তবে আগামী 22 শে মার্চ তিনি ঘোষণা করবেন যে আসন্ন লোকসভা নির্বাচনে তিনি কোন দলের হয়ে লড়বেন বলে শত্রুঘ্ন সিনহা জানালেও হোলি উৎসবের পরেই তিনি কংগ্রেসে যোগদান করতে চলেছেন বলে হাত শিবিরের অন্দরে কানাঘুষো শোনা যেতে শুরু করেছে। সব মিলিয়ে এবার বিজেপির বিদ্রোহী নেতা শত্রুঘ্ন সিনহা নিজের পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ঠিক কী ঘোষণা করেন এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!