এখন পড়ছেন
হোম > রাজ্য > বিরোধীদের শিক্ষা দিতে সংসদের বেতন ও ভাতা নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত বিজেপি সাংসদদের

বিরোধীদের শিক্ষা দিতে সংসদের বেতন ও ভাতা নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত বিজেপি সাংসদদের

তুমুল হই হট্টগোলের কারণে বিঘ্ন ঘটছে রাজ্যসভার অধিবেশন। বুধবার রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু কার্যতই অসন্তুষ্ট হয়ে জানালেন, ” সুষ্ঠুভাবে অধিবেশন চলতে না দিয়ে দেশের মানুষের সহিষ্ণুতার পরীক্ষা নিচ্ছে বিরোধীরা।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এর অল্প সময়ের মধ্যেই বিজেপির সংসদ বিষয়কমন্ত্রী অনন্ত কুমার বিরোধী শিবিরকে অপদস্থ করতে এক বুদ্ধিদীপ্ত রাজনৈতিক চাল চেলে বললেন, ”বিজেপি-সহ এনডিএ শরিক দলের সাংসদরা সিদ্ধান্ত নিয়েছেন, সংসদ না চলায় ২৩ দিনের বেতন ও ভাতা নেবেন না তাঁরা। এই টাকা মানুষের কাজ লাগবে। আমরা কাজ করতে পারিনি, তাই বেতন নেব না।” পাশাপাশি কংগ্রেসকে উদ্দেশ্য করে অনন্ত কুমার আরও বললেন, “কংগ্রেসের অগণতান্ত্রিক নীতির কারণে অচল হয়েছে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। আমরা আলোচনায় রাজি, কিন্তু ওরা চাইছে না।” উল্লেখ্য বুধবার রাজ্যসভায় কেন্দ্রীয় সরকার তপশিলী জাতি ও উপজাতি আইন শিথিল করেছে এই বিষয় উত্থাপন করে কংগ্রেস ও বসপা সাংসদরা হট্টগোল শুরু করেন। তখন অসঅন্তুষ্ট হয়ে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু বললেন,”কোনও বিল পাশ হয়নি। উন্নয়ন চাইছে দেশ। দেশবাসীর সহিষ্ণুতার পরীক্ষা নিচ্ছেন আপনারা।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!