এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ধুন্ধুমার নবান্ন অভিযানে তৃণমূলের ঘুম ওড়ালো বিজেপি! তবুও হেভিওয়েট নেতার পদক্ষেপে অস্বস্তি!

ধুন্ধুমার নবান্ন অভিযানে তৃণমূলের ঘুম ওড়ালো বিজেপি! তবুও হেভিওয়েট নেতার পদক্ষেপে অস্বস্তি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সম্প্রতি বিজেপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বিজেপি দলের কেন্দ্রীয় পদাধিকারীদের নতুন তালিকা প্রস্তুত করা হয়েছে। যে তালিকাতে দেখা গেছে বিজেপি নেতা রাহুল সিনহা দলের জাতীয় সম্পাদকের পদ থেকে অপসারিত, পরিবর্তে স্থলাভিষিক্ত মুকুল ঘনিষ্ঠ অনুপম হাজরা। একদা তৃণমূল, অধুনা বিজেপি নেতা অনুপম হাজরাকে কেন্দ্রীয় পদ দিয়ে, তাঁকে অপসারিত করায় দলের প্রতি যথেষ্ট ক্ষুব্ধ দীর্ঘদিনের এই বিজেপি নেতা।

রাহুল সিনহা এ প্রসঙ্গে তাঁর ক্ষোভ ব্যক্ত করে বলেছিলেন যে, ৪০ বছর ধরে বিজেপির সেবা করে আসার পর তৃণমূল থেকে এক নেতা বিজেপিতে এসেছেন বলে, তাকে পদ থেকে সরানো হলো। এরপর আগামী দশ-বারো দিনের মধ্যেই তিনি তার পদক্ষেপ জানাবেন বলে বলেছিলেন। তাঁর মানভঞ্জন করতে দিল্লির বৈঠকে তাঁকে ডাকা হলেও, তাঁর ক্ষোভ মেটাতে এগিয়ে আসেনি তাঁর দল। যা নিয়ে দলের প্রতি তিনি প্রচন্ড খুব্ধ, তাঁর ক্ষুব্ধতার প্রকাশ দেখা গেল গতকাল।

বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে থেকে অপমানিত হয়ে দলের বিরুদ্ধে তিনি যে প্রচন্ডরকম ক্ষুব্ধ আছেন তার প্রমাণ গতকাল তিনি দিলেন। কিছুদিন ধরেই সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরত্ব আছেন বিজেপি নেতা রাহুল সিনহা। গতকাল বৃহস্পতিবার বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযান কালে কলকাতা যখন উত্তপ্ত হল, তখন এই বিজেপি নেতা ছিলেন ঘরবন্দি। গতকাল বিকেলে ব্যক্তিগত কাজে তিনি পথে নামলেন ঠিকই, কিন্তু গেলেন না মুরলীধর সেন লেনের বিজেপির রাজ্য দপ্তরে। যার ফলে দেখা দিচ্ছে একাধিক প্রশ্ন ও জল্পনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি সূত্রে জানা গেছে, বিজেপি দলের শীর্ষ নেতৃত্ব তাঁকে গতকাল নবান্ন অভিযানে সামিল হওয়ার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু অভিযানে উপস্থিত থাকলেন না তিনি। সে কারণেই নানান জল্পনা শুরু হলো। বস্তুত, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার তাঁকে দলের জাতীয় সম্পাদকের পদ থেকে অপসারিত করা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। আবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও তাঁর বেশ পরিচিতি। রাজ্য বিজেপির একজন গুরুত্বপূর্ণ নেতা তিনি। তাঁর ক্ষোভ দূর করতে মুকুল রায়, দিলীপ ঘোষ প্রত্যেকেই গুনগান করেছেন তাঁর, দলে যে তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ, সে কথাও বলেছেন একাধিকবার। কিন্তু তাতেও যে তাঁর ক্ষোভ মেটেনি, যা তিনি গতকাল প্রমাণ করে দিলেন।

গতকাল বিজেপির এই বহুকালের রাজনৈতিক সদস্য, একসময় এর যুব মোর্চার রাজ্য সভাপতি, তিনি যে অভিযানে সামিল হবেন এমন আশা করেছিলেন অনেকেই। কিন্তু তিনি অনুপস্থিত ছিলেন। যদিও গতকাল নবান্ন অভিযানে পথে নেমেছেন দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, লকেট চট্টোপাধ্যায়, অরবিন্দ মেনন প্রমুখরা। শহরের স্থানে স্থানে দেখা গিয়েছিল তাঁদের। কিন্তু তিনি গৃহবন্দী থেকে নিজেকে বিচ্ছিন্ন রেখেছিলেন দলের কর্মসূচি থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!