এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যের বুদ্ধিজীবীদের কাছে টানতে দলীয় নেতাদের বিশেষ নির্দেশ গেরুয়া শিবিরের

রাজ্যের বুদ্ধিজীবীদের কাছে টানতে দলীয় নেতাদের বিশেষ নির্দেশ গেরুয়া শিবিরের


একের পর এক উপনির্বাচনে ,নির্বাচনে হারছে বিজেপি। আর তাই সামনের লোকসভা নির্বাচনে বাংলা থেকে একটা বড় সংখ্যক আসন ধরে রাখতে বদ্ধপরিকর বিজেপি। সেই মতো জনসংযোগের কাজে নেমেছে তারা। অন্যদের পাশাপাশি তাদের নজরে আছেন বাংলার বুদ্ধিজীবীমহল। আর সেইমতো চলতি সপ্তাহে বিজেপির রাজ্য দপ্তরে বুদ্ধিজীবীদের নিয়ে এক বৈঠকের আয়োজন করা হয়েছিলো। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রামলাল, রাজ্যে দলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পর্যবেক্ষক সুরেশ পূজারী সহ আরো অনেকে। দলীয় সূত্রে পাওয়া খবর অনুয়ারী এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মাত্র ২০-২৫ জন বুদ্ধিজীবি। যে কারণে প্রবল অসন্তুষ্ট হয়ে পড়েন  রামলাল এবং সুরেশ পূজারী।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

পরিকল্পনা অনুসারে এদিনের বৈঠকে দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে কলকাতা সহ প্রতি জেলা থেকে ১০০ জন করে বিশিষ্টজনের তালিকা প্রস্তুত করে তাঁদের আমন্ত্রন জনানো হয়। জানা যাচ্ছে এই মাসেরই ২৭ ও ২৮ তারিখে রাজ্য সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য অনুসারে সড়কপথে অমিত শাহের পুরুলিয়া যাওয়ার সম্ভবনা রয়েছে। সড়কপথে পুরলিয়া যাওয়ার সময়ে তিনি বিভিন্ন জায়গায় দলের কর্মীদের সঙ্গে কথাও বলবেন বলে জানা যাচ্ছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!