এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপির শক্ত ঘাঁটিতে এখনও জেলা সভাপতি ঠিক করা গেল না! কর্মীদের মধ্যে চূড়ান্ত ধোঁয়াশা!

বিজেপির শক্ত ঘাঁটিতে এখনও জেলা সভাপতি ঠিক করা গেল না! কর্মীদের মধ্যে চূড়ান্ত ধোঁয়াশা!

 

2019 সালের লোকসভা নির্বাচনে পশ্চিম বর্ধমান জেলায় যথেষ্ট ভাল ফল করেছে ভারতীয় জনতা পার্টি। আসানসোল আসন থেকে একদিকে যেমন জয়যুক্ত হয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী এবং প্রসিদ্ধ গায়ক বাবুল সুপ্রিয়, অন্যদিকে তেমনই জেলার অধিকাংশ বিধানসভা আসনেই তৃণমূল কংগ্রেসকে টেক্কা দিয়ে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু বর্তমানে এই জেলাতেই নিজেদের দলের জেলা সভাপতি পদের ঘোষণা এখনও পর্যন্ত করে উঠতে পারেনি গেরুয়া শিবির।

বস্তুত, লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরই সাংগঠনিক নির্বাচন নিয়ে রীতিমতো সরগরম হয়ে পড়ে বঙ্গ বিজেপির অভ্যন্তরীণ। এই রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদ পেতে মরিয়া হতে দেখা যায় একাধিক নেতাকে। বুথ সভাপতি নির্বাচন থেকে শুরু করে মন্ডল সভাপতি নির্বাচন, সর্বত্রই একটি পদের জন্য একাধিক নমিনেশন সাবমিট হয়। যার জেরে রীতিমতো অস্বস্তিতে পড়তে হয় ভারতীয় জনতা পার্টিকে।

কোথাও কোথাও আবার মন্ডল সভাপতি নির্বাচনে নির্বাচিত সভাপতিকে না মেনে প্রকাশ্যেই তার বিরোধিতা করতে দেখা যায় ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের। এখানেই শেষ নয়, বিক্ষোভের রেশ থেকে যায়নি জেলা সভাপতি নির্বাচনও। তবে এখনও পর্যন্ত জেলা সভাপতি পদের নাম ঘোষণা না হওয়ার কারণে জেলায় সাংগঠনিক পরিচালনার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে।

কারণ দীর্ঘদিন থেকে নির্বাচন না হওয়া পৌরসভাগুলির পাশাপাশি রাজ্যের সব পৌরসভাকে একসঙ্গে নির্বাচন করানোর পরিকল্পনা নিয়েছে রাজ্যের পুরো এবং নগরোন্নয়ন দপ্তর। সেই মোতাবেক সামনের বছরের প্রথম দিকেই রাজ্যের পৌরসভাগুলির নির্বাচন হতে পারে। আর এরকম অবস্থায় যদি দলের জেলা সভাপতি পদের ঘোষণা না হয়, তাহলে সেই নির্বাচন সম্পন্ন করা রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে পশ্চিম বর্ধমান জেলা বিজেপির পক্ষে।

ইতিমধ্যেই পশ্চিম বর্ধমান জেলায় পৌরসভার প্রার্থী হওয়া থেকে শুরু করে 2021 সালে বিধানসভা নির্বাচনে প্রার্থী কে হবে, তাই নিয়ে পর্যন্ত টানাপোড়েন শুরু হয়েছে। শুধু তাই নয়, বিগত দিনে মন্ডল সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো দলের অন্দরে অশান্তি সৃষ্টি হয়েছে। তবে সেই সময় গন্ডগোল সেরকম জায়গায় না পৌঁছলেও, পরবর্তীতে মন্ডল সভাপতিদের নামের তালিকা প্রকাশ করা হলে জেলা সভাপতি নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পরিস্থিতি এমন দাঁড়ায় যে, ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক নির্বাচন আধিকারিক প্রতাপ বন্দ্যোপাধ্যায়কে রীতিমত নির্দেশ জারি করে মন্ডল সভাপতিদের নামের মধ্যে থেকে তিনটি নাম প্রত্যাহার করে নতুন নাম প্রকাশ করতে হয়। গত 30 নভেম্বর এই তালিকা প্রকাশ পায় বঙ্গ বিজেপির পক্ষ থেকে।

কিন্তু মন্ডল সভাপতিদের নামের তালিকা ঘোষণা হলেও, বর্তমানে জোর জল্পনা তৈরি হয়েছে জেলার সর্বোচ্চ পদ জেলা সভাপতির পদকে কেন্দ্র করে। কারণ মূলত জেলা সভাপতির নেতৃত্বে আগামী দিনে দলীয় কাজকর্ম সম্পন্ন হবে। সেক্ষেত্রে এই পদে কে আসীন হবেন, তাই নিয়ে জলঘোলা হতে শুরু করে। দলীয় সূত্রে জানা যায়, জেলা সভাপতি না থাকায় পশ্চিম বর্ধমান বিজেপির অভ্যন্তরে যে রিক্ত স্থান সৃষ্টি হয়েছে, তার সুযোগে নিজেদের সাংগঠনিক শক্তি অনেকটাই বাড়িয়ে নিতে সক্ষম হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

এদিন এই প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা ভারতীয় জনতা পার্টির পূর্ব জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই অবশ্য বলেন, “সাময়িকভাবে কিছুদিন রাজনৈতিক কর্মসূচি থেমে ছিল ঠিকই। কিন্তু আমরা দ্রুত কর্মসূচি গ্রহণ করছি।” পাশাপাশি দলের অভ্যন্তরে কোনো দ্বন্দ্ব নেই বলেও জানান বিদায়ী জেলা সভাপতি। কিন্তু ভারতীয় জনতা পার্টিকে সাংগঠনিক অভ্যন্তরীণ বিষয় নিয়ে খোঁচা দিতে ছাড়েননি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি।

তিনি বলেন, “মানুষ লোকসভা ভোটে ওদের আশীর্বাদ দিয়েছিল ঠিকই। কিন্তু ওরা মানুষের পাশে থাকেনি। আমরা আমাদের ভুল সংশোধন করছি। মানুষেরও ভুল ভাঙছে।” রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, সাংগঠনিকভাবে নির্বাচন করে দলের পদ ঘোষণা করা অত্যন্ত একটি ভাল ব্যবস্থা।

তবে সেক্ষেত্রে যদি দলের মধ্যেই রেষারেষি তৈরি হয়, তাহলে তাই নিয়ে দলের সাংগঠনিক চেহারা ক্ষতিগ্রস্ত হতে পারে। এক্ষেত্রে গোষ্ঠী কোন্দল একটা বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে ভারতীয় জনতা পার্টির কাছে। তাই ড্যামেজ কন্ট্রোল করতে আগামী দিনে কোন রাস্তায় হাঁটবে ভারতীয় জনতা পার্টি! এখন সেদিকেই লক্ষ্য থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!