এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দলে আসা কর্মীদের জন্য নয়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য বিজেপি

দলে আসা কর্মীদের জন্য নয়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য বিজেপি


লোকসভা ভোটের প্রস্তুতি পর্বে সংগঠনকে মজবুত করতে নয়া পদক্ষেপ নিতে চলছে রাজ্য বিজেপি। এ কথা অস্বীকার করার উপায় নেই রাজ্যের ক্ষমতায় না এলেও দ্বিতীয় শক্তিধর রাজনৈতিক দল হিসাবে বাংলায় উত্থান ঘটেছে বিজেপির। সম্প্রতি হওয়া পঞ্চায়েত নির্বাচনে তো কোনো কোনো জেলায় শাসকদলকেই টেক্কা দিয়েছে বিজেপিকে। ২০১৪ সালে মোদী ম্যাজিকের জেরে কেন্দ্রের রাশ হাতে এসেছিল বিজেপির। সেই লাগাম যাতে আলগা না হয় আর বাংলার মাটিতে যাতে পদ্ম ফোটে তার ব্যবস্থা করতেই নয়া উদ্যোগ নিতে চলেছে দিলীপ ঘোষ, মুকুল রায়েরা। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাতীয় বিজেপি সভাপতি অমিত শাহের নির্দেশ মেনেই অন্য দল থেকে আসা নেতা কর্মীদের দলে যোগদান করানোর জন্য এবার স্থায়ী মঞ্চ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। এমনটাই জানা গিয়েছে রাজ্য বিজেপির সূত্র থেকে।

পুজোর পরই স্থায়ী মঞ্চ তৈরির করার পরিকল্পনা রয়েছে রাজ্য বিজেপির। যত বেশি সম্ভব তত সেলিব্রিটিদের দলে যোগদান করানোর নির্দেশ রয়েছে মোদীজি, অমিত শাহের তরফ থেকে। সম্প্রতি অমিত শাহের নির্দেশেই ‘সম্পর্ক সে সমর্থন’ কর্মসূচিতে একাধিক সেলিব্রিটিকে দলে টানার চেষ্টা করেছিল রাজ্য বিজেপির নেতৃত্বরা। তবে এতে বিশেষ ইতিবাচক সাড়া পাওয়া যায়নি সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো কিংবদন্তীর কাছ থেকে। বরং অপ্রস্তুতই হতে হয়েছে রাহুল সিনহাদের। তবে হাল ছাড়েননি বিজেপির রাজ্য নেতারা। সেই প্রচেষ্টাই চালিয়ে যাবেন লোকসভা ভোটের আগ মুহূর্ত অব্দি। সেলিব্রিটিদের দলে যোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে পুজোর পর থেকেই।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

পাশাপাশি,সেতু বিপর্যয়,রাজ্যে গনতন্ত্রের অবক্ষয়,আইন শৃঙখলার অবনতি,সন্ত্রাসের রাজনীতি ইত্যাদি ইস্যু তো রয়েছেই। এসবকে হাতিয়ার করে চলতি মাসের শেষেই রাজ্যের শাসকদলের বিরুদ্ধে বড়সড় একটা প্রতিবাদ কর্মসূচি গ্রহন করার পরিকল্পনা রয়েছে বিজেপির। এ মাসের শেষেই নবান্ন অথবা লালবাজার অভিযান করবে বিজেপি। নবান্নের পথে হাঁটারই সম্ভাবনা বেশি রয়েছে। এসব ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামীকাল থেকেই দলীয় কর্মসমিতির বৈঠকে বসবেন রাজ্য বিজেপির হেভিওয়েট নেতারা। গতবারের লালবাজার অভিযানের থেকে শিক্ষা নিয়েই এবার আগেভাগেই অভিযানের ব্যাপারে বাড়তি সতর্কতা অবলম্বন করবেন রাজ্য বিজেপির নেতৃত্বরা। এ নিয়ে দলীয় অন্দরে আপাতত ব্যাপক কর্মতৎপরতা রয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!