এখন পড়ছেন
হোম > জাতীয় > ১৩০ আসন নিয়ে কর্নাটকে নিশ্চিত জয়ের আভাস দিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি

১৩০ আসন নিয়ে কর্নাটকে নিশ্চিত জয়ের আভাস দিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি


১৩০ আসন নিয়ে কর্নাটকে নিশ্চিত জয়ের আভাস দিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। কর্ণাটক বিধানসভার আসন মোট ২২৫ টি, এরমধ্যে একটি আসন মনোনীত। ভোট প্রচারের শেষ দিনে প্রায় ১৩০ টি আসনে নিশ্চিত জয়ের দাবি জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আর তাই তাঁর এই কথাকে বাস্তবায়িত করতে এদিন নির্মলা সীতারামন, প্রকাশ জাভড়েকর, অনন্ত কুমার-সহ প্রায় ৫০ জন নেতা মিছিল এবং পথসভার মাধ্যমে গোটা কর্ণাটক জুড়ে প্রচারের ঝড় তোলেন। এদিন প্রধানমন্ত্রী বিজেপির তফসিলি জাতি, জনজাতি, ওবিসি এবং বস্তি মোর্চা কর্মীদের উদ্দেশে নমো অ্যাপের মাধ্যমে বক্তৃতা দেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সমস্ত বিষয়টি পর্যবেক্ষণের পর এদিন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বিষয়টি কটাক্ষ করে বলেন, ”এ সব থেকেই স্পষ্ট বিজেপি কতটা আতঙ্কে রয়েছে।” সম্প্রতি কংগ্রেসের সিদ্দারামাইয়ার টিপুর জন্মজয়ন্তী পালনকে ‘মুসলিম তোষণ’ বলে অভিহিত করেছেন অমিত। এরপর এদিন দলিত সম্প্রদায়কে সম্মান না দেওয়ার প্রসঙ্গ টেনে এনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ”কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন অম্বেডকরকে ভারতরত্ন দেওয়া হয়নি।” এদিকে চামুণ্ডেশ্বরীর পাশাপাশি বাদামি বিধানসভা কেন্দ্র থেকেও লড়ছেন সিদ্দারামাইয়া। যার এই বাদামি বিধানসভা কেন্দ্রেই এদিন রোড শো করলেন অমিত। তাঁর দাবি, “কর্নাটকে বিজেপি সরকার গড়বে এবং বি এস ইয়েদুরাপ্পাই আগামী পাঁচ বছরের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন।” তাঁর কথায়, “কর্নাটকে অগণতান্ত্রিক পদ্ধতিতে জিততে চাইছে কংগ্রেস।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!