এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির থাবা থেকে দলীয় বিধায়কদের বাঁচাতে গোপন ডেরায় জেডিএসের ৩৮ বিধায়ক

বিজেপির থাবা থেকে দলীয় বিধায়কদের বাঁচাতে গোপন ডেরায় জেডিএসের ৩৮ বিধায়ক


কর্নাটকের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল। যে ত্রিশঙ্কু ফলাফলের আভাস মিলেছিলো কার্যত সেটাই হল। কর্নাটকের সরকার গড়তে হাজির একদিকে বিজেপি অন্যদিকে কংগ্রেস- জেডিএস জোট। কর্নাটকের রাজনৈতিকমহলের জল্পনা তুঙ্গে এখন একটা প্রশ্ন নিয়ে। কর্নাটকের সরকার গড়তে কোন দল ডাক পাবেন রাজ্যপালের তরফ থেকে?

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

অন্যদিকে জানা যাচ্ছে, একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনতিদূরে অবস্থান আপাতত গেরুয়া শিবিরের। তাঁর ঝুলিতে রয়েছে ১০৪ টি আসন। এর থেকে ভালো পরিস্থিতি কংগ্রেস- জেডিএস জোটের। খবর পাওয়া গেছে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে জেডিএসের ৬ জন বিধায়ককে দলে টানতে তৎপর বিজেপি। গোপনে যোগাযোগও রাখা হচ্ছে তাঁদের সাথে। এমতাবস্থায় বিধায়ক কেনাবেচা রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে জেডিএস। “দলের বিধায়কদের যাতে ভাঙিয়ে নেওয়া না হয়,তার উপরে নজর রাখা হচ্ছে।” এমনটাই জানালেন জিডিএসের এক নেতা কুমারস্বামী। রাজনৈতিক সূত্রের খবর থেকে আরো জানা গেছে বুধবার সকাল সাড়ে নটা নাগাধ দলের নির্বাচিত বিধায়কদের নিয়ে বেঙ্গালুরুতে মিটিং হয়েছে। তারপরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৩৮ জন বিধায়ককে নিয়ে যাওয়া হচ্ছে কোচিতে। ওখানেই তাঁদের সুরক্ষিতভাবে এক রিসর্টে রাখা হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!