এখন পড়ছেন
হোম > রাজ্য > আজই কি বিজেপির বাংলার অবশিষ্ট প্রার্থী তালিকা? থাকবে কি কোনো বিশেষ চমক?

আজই কি বিজেপির বাংলার অবশিষ্ট প্রার্থী তালিকা? থাকবে কি কোনো বিশেষ চমক?


দেশের সপ্তদশ লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হয়ে যাওয়ার ৪৮ ঘন্টা বাদেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ঘোষণা করে দিয়েছিল বাংলার ৪২ আসনে নিজেদের প্রার্থী তালিকা। আগেই বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছিল – আসন্ন নির্বাচনে বাংলাকে ‘পাখির চোখ’ করলেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা দেখে তবেই নিজেদের প্রার্থীতালিকা ঘোষণা করবে গেরুয়া শিবির। কিন্তু, সেই প্রার্থী তালিকা ঘোষণা করতে একটু যেন বেশিই সময় নিয়ে নিয়েছিলেন মোদী-শাহ জুটি।

নির্বাচন ঘোষণার ১২ দিন পরে হোলির দিন বিজেপির যে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ হয় – সেখানে বাংলার ৪২ টির মধ্যে ২৮ টি আসনে নাম ঘোষণা হয়। পরে গত ২৩ তারিখে জঙ্গিপুর আসন থেকে ঘোষিত হয় মাফুজা খাতুনের নাম। আপাতত বাকি আরও ১৩ আসনের প্রার্থী ঘোষণা। সূত্রের খবর, আজই দিল্লি থেকে ঘোষিত হয়ে যেতে পারে বাকি প্রার্থী তালিকা। সেই তালিকায় কি চমক থাকতে পারে তা নিয়ে ইতিমধ্যেই বেশ জল্পনা ছড়িয়েছে রাজ্য বিজেপিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেননা বাকি থাকা ১৩ আসনের মধ্যে রয়েছে গতবারের জেতা দার্জিলিং আসন। যেখানে এবারে জেতার জন্য ঝাঁপাচ্ছে তৃণমূল। এছাড়াও বিজেপির নিজস্ব সমীক্ষায় উঠে আসা একাধিক ‘পজিটিভ’ আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে। যার মধ্যে অন্যতম – রানাঘাট, বনগাঁ, ডায়মন্ড-হারবার, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান দুর্গাপুর ও বোলপুর। তবে এরমধ্যে সবথেকে বেশি চমকপ্রদ আসন হতে চলেছে ডায়মন্ড-হারবার – কেননা সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বর্তমানে দলের অঘোষিত দুনম্বর নেতা তথা গতবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই সবমিলিয়ে – রাজ্যের দুই-তৃতীয়াংশ আসনে প্রার্থী ঘোষণা হয়ে গেলেও, আসল ক্লাইম্যাক্স বাকি বিজেপির প্রার্থী তালিকায়।

সূত্রের খবর, ডায়মন্ড-হারবারে নরেন্দ্র মোদী ও অমিত শাহের বাজি হতে চলেছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া যুবনেতা শঙ্কুদেব পণ্ডা। আসুন একনজরে দেখে নেওয়া যাক বিজেপির বাকি সাম্ভাব্য প্রার্থী তালিকায় কাদের নাম ভাসছে –
১. দার্জিলিং – রাজু সিং বিস্ত
২. বহরমপুর – হুমায়ুন কবীর
৩. মুর্শিদাবাদ – সুজিত ঘোষ
৪. রানাঘাট – অর্চনা মজুমদার
৫. বনগাঁ – শান্তনু ঠাকুর
৬. ডায়মন্ড হারবার – শঙ্কুদেব পণ্ডা
৭. হাওড়া – অগ্নিমিত্রা পাল
৮. উলুবেড়িয়া – ইসরাত জাহান
৯. পুরুলিয়া – নরহরি মাহাতো
১০. বাঁকুড়া – সুভাষ সরকার বা রাজু বন্দ্যোপাধ্যায়
১১. বর্ধমান দুর্গাপুর – প্রিয়াঙ্কা টেবরিওয়াল

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!