এখন পড়ছেন
হোম > জাতীয় > কতটা সামাল দিতে পারবে বিজেপি আগামী লোকসভায়,দলের অন্দরে উঠছে প্রশ্ন

কতটা সামাল দিতে পারবে বিজেপি আগামী লোকসভায়,দলের অন্দরে উঠছে প্রশ্ন


লোকসভা ভোটকে সামনে রেখে বিজেপির অন্দরে চলছে নানান পরিকল্পনা। দেশের লাগাম নিজেদের হাতে ধরে রাখতে মরিয়া পদ্মশিবির। সম্প্রতি করা একটা হিসাবে দেখা গেছে আপাতত ১৫ টি রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতায় হুকুম চালাচ্ছে বিজেপি। এছাড়া জোট গড়ে আরো ৭ টি রাজ্যে ছড়ি ঘোরাচ্ছে তারা। স্বাধীনতার পরবর্তী কালে কোনো রাজনৈতিক দলের এরকম প্রভাব বিস্তার আগে কখনো দেখা যায়নি বলেই দাবী বিজেপি শীর্ষমহলের। এ নিয়ে জনসম্মুখে গর্ব প্রকাশ করতেও দেখা গেছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তবে এ সমীকরণের উল্টোদিকে রয়েছে অন্য ছবি। পরিসংখ্যান বলছে, ২৯ টি রাজ্যের মোট ৪০১৫ জন বিধায়কের ভিতর বিজেপি বিধায়কের ১৫১০ জন। যা শতকরা হিসাবে দাঁড়াচ্ছে ৩৭.৬%। অন্যদিকে, এনডিএ বিধায়ক দাঁড়িয়ে আছে ৪৬.১% নিয়ে। সংখ্যায় সেটি ১৮৫৪। এর থেকে পরিস্কার বোঝাই যাচ্ছে প্রায় ৭৬% রাজ্যের শাসনভার বিজেপির ভোগদখলে থাকলেও সংখ্যাগরিষ্ঠতার নিরিখে বিজেপি পিছিয়েই আছে একরকম। একই অবস্থা এনডিএ-রও। সম্প্রতি হওয়া কর্নাটক বিধানসভা নির্বাচন কিন্তু প্রমাণ দিয়ে দিয়েছে বিরোধী জোটের সংখ্যাগরিষ্ঠতার। গোটা দেশে নির্বাচন উপনির্বাচন মিলিয়ে ১৫ টি আসনের ভিতর বিজেপির কপালে জুটেছে মাত্র দুটো আসন। আপাতত মধ্যপ্রদেশ,রাজস্থান এর বিধানসভা ভোটের দিকে তাকিয়ে বিজেপি। চলতি বছরে হওয়া এ দুটো নিবাচনের ফলাফল কী হতে পারে তা নিয়ে এখন থেকেই রক্তচাপ তুঙ্গে পদ্মশিবিরে অন্দরে।

এই চাপ আরো বাড়িয়েছে সম্প্রতি হওয়া এবিপি নিউজের সমীক্ষা। তাঁদের দাবী ২০১৪ সালে মোদীজি ক্ষমতায় আসার পর মে মাস নাগধ তাঁর জনপ্রিয়তা ছিল ৩৭%। তার পরের বছর বেড়ে হয় ৪৪%। কিন্তু তাঁরপর থেকেই সূচক কাঁটার মুখ নিম্নগামী। এ বছরের শুরুর দিকে জনপ্রিয়তার মান এসে দাঁড়ায় আবার ৩৭%। মে মাসে আরো কমে ৩৪% হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকের দাবী নোটবন্দি, চটজলদি জিএসটি চালু করা, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির কারণেই আমজনতার বেশ কিছু অংশ ক্ষুব্ধ মোদীজির সরকারের উপর। তাই জনপ্রিয়তার পারদ নীচের দিকে নেমেছে। এমতাবস্থায় সবদিক সামলে বিজেপি কতটা তাঁর পুরানো ভাবমূর্তিতে ফিরতে পারবে লোকসভা ভোটের আগে, তা নিয়ে আপাতত সংশয়ে রয়েছে দলীয় কর্মীরাই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!