বাংলায় বিজেপির উত্থান মেনে নিয়েও তাকে ‘অশুভ’ বললেন ফিরহাদ হাকিম রাজ্য May 8, 2018 এদিন সাঁকরাইলে তৃণমূলপ্রার্থীদের সমর্থনে হাওড়ার মৌরিগ্রামের জনসভা থেকে বাংলায় বিজেপির উত্থানকে অশুভ বলে কটাক্ষ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা তৃণমূলের হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম। এদিন তিনি বলেন, “আজ যেভাবে বাংলার বিভিন্ন জায়গায় বিজেপির উত্থান হচ্ছে। তা বাংলার পক্ষে অশুভ। তারা দেশে ও বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুন্ন করছে। বিজেপির উত্থানে বৃদ্ধি পাচ্ছে সাম্প্রদায়িক শক্তি।” আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এছাড়াও তিনি কংগ্রেস ও সিপিএমকে দায়ী করেছেন রাজ্যে বিজেপির উত্থানের জন্য। আরো অভিযোগ করে জানান বিজেপি নাকি রাজনৈতিক প্রচারের জন্য ধর্মকে হাতিয়ার করে। তাঁর কথায়, “ধর্মকে নিয়ে রাজনীতি করা পাপ।” অন্যদিকে তিনি মুকুল রায়কেও কটাক্ষ করলেন সাইডলাইনের প্লেয়ার বলে।” কটাক্ষ করেন। বলেন, ” বিজেপি সাইডলাইনের প্লেয়ার নিয়ে ভাবছে বাংলা জয় করবে।মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টক্কর দেবে।মমতা বন্দ্যোপাধ্যায় হলেন মারাদোনা। মারাদোনা একটাই হয়।” আপনার মতামত জানান -