এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপি গোহারা হারছে, সব জায়গায় গোল্লা পাবে, এটা আমাদের শপথ, এটা আমাদের অঙ্গীকার: মমতা

বিজেপি গোহারা হারছে, সব জায়গায় গোল্লা পাবে, এটা আমাদের শপথ, এটা আমাদের অঙ্গীকার: মমতা

এখনও পর্যন্ত রাজ্যে পাঁচ দফায় বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রের নির্বাচন সম্পন্ন হয়েছে। বিজেপি এবারে বাংলায় বাড়তি নজর দিয়ে বাংলার 42 টি লোকসভা আসনের মধ্যে 22 থেকে 23 জন নিজেদের দখলে রাখার টার্গেট নিয়েছে। কিন্তু বিজেপির এই স্বপ্ন কখনোই সত্য হবে না বলে পাল্টা দাবি করছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

আর পাঁচ দফায় রাজ্যের যতগুলো লোকসভা কেন্দ্রের নির্বাচন হয়েছে, তার মধ্যে বিজেপি কটা আসন পাবে এবার তা স্পষ্ট করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বুধবার পশ্চিম মেদিনীপুর ডেবরা, পুরুলিয়ার হুড়া এবং কোটশিলায় তিনটি জনসভা করেন তৃণমূল নেত্রী।

আর সেখানে প্রথমেই তীব্র গরম উপেক্ষা করে সাধারণ মানুষের এই সভায় উপস্থিতি দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “গরমের মধ্যে সভা করার জন্য আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।” আর এরপরই একের পর এক ইস্যুতে বিজেপির উদ্দেশ্যে কড়া ভাষায় আক্রমণ শানাতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “এখনও পর্যন্ত যা ভোট হয়েছে তাতে মোদির বিদায় নিশ্চিত। একজন কাউন্সিলর হওয়ারও যোগ্যতা ওনার নেই। আমরা এই চৌকিদার আর চাই না। আমরা দেশের জন্য সঠিক দেশপ্রেমিক চাই।”

অন্যদিকে কেন্দ্রে বিজেপি সরকারকে ফ্যাসিস্ট সরকার বলে অভিহিত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নরেন্দ্র মোদিকে না হঠাতে পারলে দেশে স্বাধীনতা থাকবে না। ওরা দেশের সংবিধানকে বদলে দেবে। দেশে ফ্যাসিস্ট সরকার চলছে। এখন সংবাদমাধ্যমও কথা বলতে পারছে না। সবাই ভয়ে চুপসে গিয়েছে, কিন্তু বাংলা প্রতিবাদ করছে।”

পাশাপাশি এদিনের মঞ্চ থেকে আত্মপ্রত্যয়ের সুরে তৃণমূল নেত্রী বলেন, “আজ পর্যন্ত যে ভোট হয়ে গিয়েছে বিজেপি গোহারা হারছে, সব জায়গায় গোল্লা পাবে। নরেন্দ্র মোদী আর আসবে না। এটা আমাদের শপথ, এটা আমাদের অঙ্গীকার।” অন্যদিকে এদিনের সভা থেকে সাম্প্রদায়িক ইস্যুতেও কেন্দ্রের বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!