এখন পড়ছেন
হোম > জাতীয় > ফের মন্তব্য করে বিতর্ক বাড়ালেন বিজেপি বিধায়ক

ফের মন্তব্য করে বিতর্ক বাড়ালেন বিজেপি বিধায়ক


বিস্ফোরক মন্তব্যের জেরে সংবাদ শিরোনামে গেরুয়া শিবিরের এক বিশিষ্ট নেতা। তিনি হলেন রাজস্থানের আলওয়ারের বিজেপি বিধায়ক জ্ঞান দেব আহুজা। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিষয়ে মন্তব্য করে শুধু নিজেরই নয় দলের অবস্থান নিয়ে সংকটজনক পরিস্থিতি তৈরী করলেন তিনি। এদিন রাজস্থানের বিজেপি দলের এই বিধায়ক দাবি করলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু গোমাংস খেতেন। শুধু তাই নয় একই সাথে খেতেন শূয়োরের মাংসও।

এই বিস্ফোরক মন্তব্যে স্বভাবতই দেশের রাজনৈতিক পরিবেশ উত্তাল হয়ে ওঠে। তবে এতেও কোনো ভ্রুক্ষেপ নেই জ্ঞান দেব আহুজা’র। উলটে তিনি নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে বললেন, জওহরলাল নেহেরু পণ্ডিত ছিলেন না। এই উপাধি কংগ্রেস প্রদত্ত। নেহেরু পণ্ডিত ছিলেন না কারণ তাঁর মতে যে ব্যক্তি গোমাংস খান, শূয়োরের মাংস খান, সে কখনও পণ্ডিত হতে পারে না। কংগ্রেস চক্রান্ত করে জওহর লাল নেহেরুর নামের আগে পণ্ডিত শব্দ বসিয়েছে। প্রসঙ্গত শুক্রবার বিজেপির রাজ্য সদর দফতর পরিদর্শনের পর সংবাদমাধ্যমের সম্মুখে দাঁড়িয়ে প্রকাশ্যে তিনি এই মন্তব্য করেন। শুধু তাই নয় এছাড়াও বিভিন্ন কারণে কংগ্রেস দলকে কটাক্ষ করেন এই বিজেপি নেতা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

তাঁর মতে নিজেদের যোগ্যতায় জয়লাভ সম্ভব নয় বলেই বিভেদের মতো কৌশলের সাহায্য নিচ্ছে কংগ্রেস দল। উল্লেখ্য সম্প্রতি রাজস্থানের প্রদেশ কংগ্রেস সভাপতি শচিন পাইলট দলের জাতীয় সভাপতি রাহুল গান্ধী সম্পর্কে জানিয়েছিলেন যে জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী নিজের ঠাকুমা ইন্দিরা গান্ধীর কাছ থেকে মন্দির দর্শনের শিক্ষা পেয়েছেন। রাজ্যের কংগ্রেস সভাপতির এই বিবৃতির জবাবেই বিজেপি বিধায়ক এদিন এই মন্তব্য করলেন।

একই সাথে শচীন পাইলটের কথাকে একপ্রকার চ্যালেঞ্জ করেইজ্ঞান দেব আহুজা বললেন, তিনি যতদূর জানেন রাহুল গান্ধী কোনোদিনই নিজের ঠাকুমার সঙ্গে মন্দির দর্শনে যাননি। আর যদি তাঁর প্রকাশিত তথ্যে কোনো রকম অসঙ্গতি থাকে তাহলে তিনি নিজের পদে ইস্তাফা দেবেন এমন কথাও জানালেন। একই সাথে যদি শচিন পাইলটএর দেওয়া তথ্যে ভূল থাকে তাহলে তাঁকেও নিজের পদে ইস্তফা দিতে হবে বলে দাবি করলেন বিজপি দলের এই বিধায়ক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!